শেষ আপডেট: 22nd December 2022 03:18
খাল পাড়ে বোমার স্তূপ, গোসাবায় ব্যাপক আতঙ্ক
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: খালের পাড়ে তাজা বোমার স্তূপ ( Bomb Rescued )! সেইসঙ্গে পড়ে রয়েছে আগ্নেয়াস্ত্র। বৃহস্পতিবার সন্ধেয় এমনই দৃশ্য দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার গোসাবার ( Gosaba ) শম্ভুনগরে। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে।
স্থানীয় সুত্রে খবর, এলাকার বেশ কয়েকজন বাসিন্দা ক্ষেতে চাষের কাজ সেরে সন্ধের মুখেই বাড়ি ফিরছিলেন। সেই সময় শম্ভুনগরের ঝাউখালি গ্রামের একটি খালের দিকে তাঁদের হঠাৎই নজর পড়ে। দেখতে পান অসংখ্য বোমা পড়ে রয়েছে। একটু কাছে গেলে পরিষ্কার হয় একটা-দুটো নয়, এ যেন বোমার পাঁজা। প্রত্যক্ষদর্শীদের দাবি, বোমার সাঙ্গে আগ্নেয়াস্ত্রও ছিল। এই ঘটনার কথা চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল ছড়িয়ে পড়ে। ঘটনার খবর শুনে গোসাবা থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে আসে।
বড়দিনের আগেই খুলছে সাঁতরাগাছি সেতু, দুর্ভোগ কমবে যাত্রীদের
কে বা কারা এই বোমা-বন্দুক ফেলে রেখে গিয়েছে সে ব্যাপারে গ্রামবাসীরা পুরোপুরি অন্ধকারে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে বিষয়টি নিয়ে যথারীতি রাজনৈতিক তর্জা শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়ে গ্রামে বোমা মজুত করছে তৃণমূল। এদিকে পাল্টা বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, এলাকায় অশান্তি পাকাতে বিজেপিই বোমা মজুত করেছে।