শেষ আপডেট: 30th November 2022 13:52
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বোমার খোঁজে (Bomb Rescued) টোটন বিশ্বাসের ফার্ম হাউসে তল্লাশি চালাল চুঁচুড়া থানার (Chinsura Police Station) পুলিশ। বুধবার সকালে চুঁচুড়া থানার আইসি অনুপম চক্রবর্তীর নেতৃত্বে পুলিশবাহিনী হানা দেয় রবীন্দ্রনগরে ওই ফার্ম হাউসে। দীর্ঘক্ষণ ধরে চলে অভিযান।
চুঁচুড়ার কুখ্যাত দুষ্কৃতী টোটোন। বর্তমানে মেদিনীপুর জেলে বন্দি। তার একটি সুপারি কারখানা ও ফার্ম হাউস রয়েছে চুঁচুড়ার রবীন্দ্রনগরে। সেখানেই এদিন চুঁচুড়া থানার পুলিশ মেটাল ডিটেক্টর নিয়ে তল্লাশি শুরু করে। পুলিশ সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচন আসন্ন। এই সময় বিভিন্ন জায়গায় বোমা-বন্দুকের খোঁজে তল্লাশি চালান হচ্ছে। গত ২১ তারিখ চুঁচুড়ার নলডাঙা নারায়ণপুর প্রাথমিক স্কুলের মাঠে তিনটি বোমা পরে থাকতে দেখা যায়। যা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। তারপরেই গোটা এলাকায় তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।
কাটোয়া হাসপাতাল চত্বরেই দালাল চক্রের ফাঁদ! গ্রেফতার দুই প্রতারক
পুলিশসূত্রে জানা গেছে, হুগলি জেলে বন্দি থাকার সময় জেল থেকেই অপরাধমূলক কাজকর্ম চালাত টোটন। জামিন পাওয়ার পর ফের চুঁচুড়া থানার পুলিশ হেফাজতে নিয়েছিল টোটোনকে। গত ৬ অগস্ট মেডিক্যাল টেস্টের জন্য ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে টোটোনকে লক্ষ্য করে গুলি চালায় তারই বিরুদ্ধ বাবু পালের গোষ্ঠীর দুষ্কৃতীরা। পেটে গুলি লাগলেও অল্পের জন্য প্রাণে বাঁচে টোটোন। এই ঘটনার পর আর ঝুঁকি নিতে চায়নি পুলিশ। টোটোনকে মেদিনীপুর জেলে পাঠিয়ে দেওয়া হয়। এখন সেখানেই রয়েছে টোটন।