শেষ আপডেট: 28th November 2022 10:53
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের কিছুটা দূরে একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হল বোমা (Bomb Recover)। ওই এলাকা লাগোয়া একটি বসতি রয়েছে। সেখানে আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভাটপাড়া-কাঁকিনাড়া (Bhatpara-Kankinara) বিস্তীর্ণ অঞ্চলে তল্লাশি অভিযানে নেমেছিল পুলিশ ও বম্ব স্কোয়াড। এলাকার প্রতিটি গলিতে তল্লাশি চালায়। সেই সময় ওই পরিত্যক্ত জায়গায় পৌঁছলে মোট চারটি বোমা উদ্ধার হয়।
পার্থ-সুবীরেশের জামিন নয় কেন? সিবিআইকে প্রশ্ন আদালতের
গত শুক্রবার কাঁকিনাড়া এলাকার একটি বাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছিল। জানা গিয়েছে ওই বাড়ি কয়েকদিন আগেই ভাড়া নিয়েছিল এক ব্যক্তি। মালিক না থাকায় ওই বাড়িতে বহিরাগতদের যাতায়াত বেড়ে গিয়েছিল । গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশ আসছে টের পেতেই এলাকা থেকে বেপাত্তা হয়ে যায় ওই ভাড়াটে। এদিন বাড়ির মধ্যে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি বোমা উদ্ধার করে পুলিশ।
কয়েকদিনের মধ্যে উত্তর ২৪ পরগনার দুটি জায়গা থেকে বোমা উদ্ধার হওয়া এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও কোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর জেলা পুলিশ।