শেষ আপডেট: 11th June 2023 10:21
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের আগে আবারও ভাঙড়ে বোমা উদ্ধার। মনোনয়ন জমা দেওয়া নিয়ে জেলায় জেলায় উত্তেজনা রয়েছে। ঠিক সেই সময় ভাঙরের কাশিপুর থানার ধেইতি এলাকার আইএসএফ কর্মীর বাড়িতে পাওয়া গেল বোমা।
জানা গিয়েছে, আলাউদ্দিন মোল্লা এলাকায় আইএসএফ কর্মী হিসাবে পরিচিত। তার বাড়ির মুরগির ঘর থেকে বোমা উদ্ধার করে কাশিপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়েই শনিবার ভোররাতে আলাউদ্দিনের বাড়িতে অভিযান চালায়।
ঘটনার পর ভাঙর দু'নম্বর ব্লক আইএসএফের নেতা রাইনুর হকের দাবি,' ওই পরিবারটি আইএসএফের সঙ্গে যুক্ত। তাই ভোটের আগে ফাঁসানো হয়েছে তাদের। পুলিশকে বলব যথাযথ তদন্ত করে ব্যবস্থা নিতে। মূলত তৃণমূল কর্মীরাই ওই পরিবারটিকে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করছে।'
যদিও আলাউদ্দিনের পরিবারের দাবি, যে তাঁরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। তাদের সঙ্গে প্রতিবেশীদের বিবাদ চলছিল। সেই বিবাদের কারণেই প্রতিবেশীরা মুরগির ঘরে এই বোমা রেখে পুলিশ দিয়ে তাঁদের ধরিয়ে দিয়েছে।
এই ঘটনায় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে এলাকায় অশান্তি বাঁধিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য আইএসএফ বোমা মজুদ করছে। যদিও বোমা উদ্ধারের ঘটনার পর আলাউদ্দিন মোল্লাকে গ্রেফতার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে বোম্ব স্কোয়াড বোমাগুলিকে উদ্ধার করেছে।
পঞ্চায়েত ভোটের আগে রাস্তা নিয়ে অবরোধ, জলঙ্গিতে দুর্ভোগে যাত্রীরা