শেষ আপডেট: 14th June 2023 10:28
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: বিজেপি প্রার্থীদের গাড়ি থেকে উদ্ধার ব্যাগভর্তি বোমা! এই ঘটনায় শোরগোল পড়ল ইন্দাসে। বিজেপি অবশ্য দাবি করেছে, পুরোটাই শাসকদলের চক্রান্ত।
ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মলকুমার ধাড়া জানান, বুধবার সকালে আমরুল গ্রাম পঞ্চায়েত থেকে দলের প্রার্থীরা দুটি গাড়িতে করে ইন্দাসে মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছিলেন। বাঁধের পাড় এলাকায় তাঁদের প্রার্থীদের গাড়ি আটকায় তৃণমূলের দুষ্কতীরা। তাঁদের দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয় সেখানে। পুলিশকে ফোন করা হলে কোনও সহযোগিতা মেলেনি। উল্টে পুলিশ জানায়, তাঁদের গাড়িতে বোমা রয়েছে। তিনি বলেন, “এই ভাবেই চক্রান্ত করে তৃণমূল পুলিশের মদত নিয়ে মনোনয়ন জমা দিতে বাধা দিচ্ছে।”
তৃণমূলের ইন্দাসের ব্লক সভাপতি শেখ হামিদের পাল্টা অভিযোগ, বিজেপি বোমা বন্দুকের রাজনীতি করছে। তিনি বলেন, “ওদের পায়ের তলার মাটি সরে গিয়েছে। তাই ফাঁসিয়ে দেওয়া হয়েছে বলে গল্প ফাঁদছে। এদিন পুলিশই সেখানে নাকা চেকিং চালাচ্ছিল, সেই সময় বিজেপির প্রার্থীদের গাড়ি থেকে বোমা উদ্ধার করে।”
বিষ্ণুপুরের এসডিপিও কুতুবউদ্দিন খান জানান, মঙ্গলবারই তাঁরা গোপন সূত্রে খবর পেয়েছিলেন, মনোনয়নপত্র জমা নিয়ে বুধবার ইন্দাসে গন্ডগোল হতে পারে। তাই কয়েকজন পুলিশ কর্মীকে বাঁধের পাড় এলাকায় নাকা চেকিং করতে পাঠানো হয়েছিল। সেই সময় দুটি গাড়িতে তল্লাশি চালিয়ে ব্যাগভর্তি বোমা উদ্ধার হয়। সেই গাড়ি দুটিতে বিজেপির পতাকা লাগানো ছিল। দু'জন চালক সহ মোট আটজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিও অফিস চত্বরে পুলিশের সঙ্গে হাতাহাতি বিজেপি কর্মীদের, মনোনয়ন নিয়ে উত্তপ্ত ইন্দাস