শেষ আপডেট: 3rd April 2022 12:51
দ্য ওয়াল ব্যুরো: বগটুইয়ে (Bagtui) আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। প্রতিদিনই কোনও না কোনও ঘটনা সামনে আসছে। এবার বগটুই গ্রামেই বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলে বোম স্কোয়াডের লোক এসে বোমা নিষ্ক্রিয় করার কাজ করছে। রামপুরহাটের এস ডিপিও ধীমান মিত্রর নেতৃত্বে বোমা নিষ্ক্রিয় করা হয়।
স্থানীয় সূত্রে খবর, ভাদু খুনের ঘটনায় পলাতক পলাশ শেখের বাড়ির পাশের পরিত্যক্ত জায়গা থেকে এক জার বোমা উদ্ধার হয়। পুলিশের কাছে রবিবার সকালে ওই জায়গায় বোমা রাখা আছে। খবর যায় বোম ডিসপোজাল স্কোয়াডের কাছে।
জানা গেছে, ফাঁকা জায়গায় ইট-জঙ্গলের স্তূপ সরিয়ে প্ৰথমে কোনও বোমা চোখে পড়েনি। তবে দ্বিতীয়বার খোঁজাখুঁজি করা হলে পরে মাটির নীচের কাঠের পাটাতন সরিয়ে উদ্ধার হয় জার ভর্তি বোমা। এলাকাবাসীদের কথায়, ওটা নজু সেখের জায়গা, সেখানেই বোমা মজুত পাওয়া গেছে।
তবে আশ্চর্যের ঘটনা হল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ২৪ মার্চ বগটুই গ্রামে যেখানে এসছিলেন তার ২০০ মিটার দূরে পাওয়া গেল বোমার এই জার। এই ঘটনার ফলে পরিস্কার যে, পুলিশ নিরাপত্তার জন্য এলাকা তল্লাশিও করেনি।
হিজাব, নীল-সাদা ইউনিফর্ম এবং ধর্মীয় মেরুকরণ ও আধিপত্যবাদী রাজনীতি