শেষ আপডেট: 19th December 2022 17:33
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: রেললাইনের ঢিল ছোড়া দূরত্ব থেকে উদ্ধার হল ছয়টি ব্যাগ ভর্তি বোমা ( Bomb Recover )। এই ঘটনা ঘিরেই রীতিমতো চাঞ্চল্য ছড়াল আমতায় ( Aamta )।
দক্ষিণ হরিশপুর গ্রামের কাছে রয়েছে রেললাইন। তাঁর পাশেই রয়েছে ধান জমি। মাঠের মাঝখানে ছটি ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। কয়েকজন ধান কাটতে মাঠে গিয়েছিলেন। তাঁরাই ওই ছটি ব্যাগ পড়তে থাকতে দেখেন। তাতেই তাঁদের সন্দেহ হয়। তড়িঘড়ি তাঁরা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ সেখানে গিয়ে ব্যাগগুলিকে উদ্ধার করে।
চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, ওই ছটি ব্যাগে চল্লিশটি তাজা বোমা রাখাছিল। স্থানীয়রা জানিয়েছেন, এর আগের কখনও এমন ঘটনা ঘটেনি। কে বা কারা এখানে বোমা রেখে গেছে তাঁরা জানেন না।
স্ত্রী নাকি ‘মৃত’, পরকীয়ায় মজে এত বড় মিথ্যে! বিয়ের দাবিতে বাড়িতে ধর্না দিল প্রেমিকা, তারপর…
যদিও চন্দ্রপুরে পঞ্চায়েত প্রধান শেখ রজব আলি এই ঘটনার দায় বামদের উপর চাপিয়েছেন। তাঁর বক্তব্য, কয়েকদিন আগে চন্দ্রপুরে বাম নেতা মহম্মদ সেলিমের জনসভা হয়েছে। সেই সময় বহিরাগতরা বোমা, অস্ত্র ওই তল্লাটে এনেছিল বলে দাবি প্রধানের। তাদের মধ্যে কেউ বোমাগুলি রেখে গিয়েছে বলেই রজব আলির অভিযোগ। পুলিশকে ঘটনার তদন্ত করে দেখা দাবি জানাবেন তিনি। যদিও এবিষয়ে বামদের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।