শেষ আপডেট: 23rd May 2023 11:20
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: ২০২১ সালের ২৩ নভেম্বর। পদুমার গ্রাম পঞ্চায়েতের গাঁড়া গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই থামাতে গিয়ে প্রাণ খোয়াতে হয়েছিল দুবরাজপুর (Dubrajpur) থানার পুলিশ আধিকারিক অমিত চক্রবর্তীকে। বোমার আঘাতে মৃত্যু হয়েছিল তাঁর। সে ঘটনার পর পুলিশের ছানবিন-খানা তল্লাশি চলেছে ঢের (Bomb found in Birbhum)। কিন্তু দুবরাজপুরের ছবিটা বদলায়নি এতটুকুও। গত কয়েকদিনের ঘটনাপ্রবাহে এমনটাই দাবি গ্রামবাসীদের।
সোমবার দুবরাজপুরের পদুমা পঞ্চায়েতের ঘোড়াপাড়া গ্রামে তৃণমূল কর্মী সেখ সফিকের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। বাড়ির সিঁড়ির ঘর উড়ে যায়। তবে ভাগ্যক্রমে কেউ হতাহত হননি। বিস্ফোরণের ঘটনায় শোরগোল পড়ে গ্রামে। বাসিন্দারা বলছেন, বোমা-গুলি এসব তো নিত্যদিনের ঘটনা। ছোটখাট ঘটনা-দুর্ঘটনা লেগেই থাকে। বড় ঘটনায় শিরোনাম হয় দুবরাজপুর। তখন হইচই হয়। পুলিশের নজরদারি চলে কয়েকদিন। তারপরেই আবার যে কে সেই।
পদুমায় তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার শেখ মরিলাল নামে এক জনকে গ্রেফতার (arrested) করেছে পুলিশ। মূল অভিযুক্ত শফিকের ভাই মরিলাল। আটক করা হয়েছে শফিকের পুত্র শেখ শাহরুখকেও। শফিকের বাড়ির সিঁড়িতে বোমা মজুত ছিল বলে পুলিশের দাবি। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে তারা।
স্থানীয়দের অভিযোগ, দুবরাজপুরে এই প্রথম বিস্ফোরণ নয়। এর আগেও বহুবার বিস্ফোরণের সাক্ষী হয়েছেন তাঁরা। বারবার একই ঘটনা ঘটলেও বোমা-বন্দুক ঠেকাতে পুলিশ তৎপর হচ্ছে না। এটাই তাঁদের কাছে উদ্বেগের। চলতি বছরে ১৯ ফেব্রুয়ারি সদাইপুরের লালমোহনপুরে (lalmohanpur) রাস্তার পাশের ঝোপ থেকে ৫ বস্তা তাজা বোমা উদ্ধার করে পুলিশ। সংখ্যায় যা প্রায় ২০০। এই ঘটনার দু’দিন আগে ওই একই এলাকায় একটি কলাগাছের ঝোপ থেকে এক ব্যাগ তাজা বোমা উদ্ধার হয়।
গত ৭ মে দুবরাজপুরের আগয়া গ্রামে শেখ মহিবুল নামে এক ব্যক্তির বাড়িতে বিস্ফোরণের অভিযোগ ওঠে। তার সপ্তাহখানেক আগে ২৯ এপ্রিল ওই গ্রাম থেকে দেড় কেজি বোমা তৈরির মশলা উদ্ধার করে পুলিশ। ২১ এপ্রিল পরের পর বোমাবাজিতে কেঁপে উঠেছিল এই আগয়া গ্রাম। গ্রামবাসীদের কপালে চিন্তার ভাঁজ এই ঘটনাগুলিতেই। তাঁরা জানান, শুধু বোমা বা বিস্ফোরকই নয়, বন্দুকেরও অবাধ কারবার চলে। চলতি বছরের মার্চ মাসেই সদাইপুর থানার পুলিশ জামথলিয়া গ্রামে শেখ ইজ়রায়েল নামে এক ব্যক্তির বাড়ি থেকে বন্দুক এবং কার্তুজ উদ্ধার করে। ওই মাসেই দুবরাজপুর ব্লকের কাঁকরতলা থেকে অস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। বিচ্ছিন্ন এই ঘটনাগুলিকে একত্রিত করেই আতঙ্কের চোরাস্রোত বইছে দুবরাজপুরে। সব মিলিয়ে ত্রাসের পরিস্থিতি লালমাটির দেশে।
'হাওয়া'র গানে নাম নেই এপার বাংলার স্রষ্টার, ক্ষুব্ধ বীরভূমের শিল্পী