শেষ আপডেট: 19th June 2023 09:45
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে মারাত্মক জখম হল চার শিশু। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের ফরাক্কার ইমামনগরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে এলাকার একটি আমবাগানে খেলা করছিল কয়েকজন শিশু। সেই সময় একটি পরিত্যক্ত গোলাকার বস্তু দেখে সেটিকে বল ভেবে খেলতে যায়। গোলাকার বস্তুটি বোমা হওয়ায় সেটি আচমকাই ফেটে যায়। জখম হয় চার শিশু।
বিস্ফোরণের শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার মানুষ। জখম চারজনকে উদ্ধার করে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পুলিশকে খবর দেওয়া হলে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী। ওই আমবাগান থেকে তাঁরা ফেটে যাওয়া বোমার অংশ উদ্ধার করেছেন।
স্থানীয় বাসিন্দা কুলসুম বিবি জানিয়েছেন, ‘বাচ্চারা এলাকার একটি আমবাগানে খেলছিল। আচমকাই সেখানে থেকে বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পাই। সেখানে গিয়ে দেখি চারটি শিশু জখম অবস্থায় পড়ে রয়েছে। তাদের সঙ্গে কথা বলে জানতে পারি, বাগানেই একটি বলের মতো জিনিস পড়ে থাকতে দেখে সেটি নিয়ে খেলতে যায়। এর পরে সেটি ফেটে যায়।‘
স্থানীয়দের দাবি, কেউ ওই আমবাগানে বোমা রেখে গেছিল। বাচ্চারা সেই বোমাকেই বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণের কবলে পড়ে।
নওসাদ সিদ্দিকীর নামে এফআইআর হল কাশিপুর থানায়, তৃণমূল কর্মীকে খুনের নালিশ