শেষ আপডেট: 20th August 2023 07:12
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: রবিবার সাতসকালে ভয়াবহ বিস্ফোরণ (Bomb Blast) মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জে। এলাকার একটি আইসিডিএস কেন্দ্রে (ICDS Centre) বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। উড়ে যায় ওই বাড়ির ছাদ। চারদিক ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা।
রঘুনাথগঞ্জের দুই নং ব্লকের অন্তর্গত লক্ষীজোলা গ্রাম পঞ্চায়েতের ইচ্ছাখালি এলাকায় একটি অঙ্গনওয়ারি কেন্দ্র রয়েছে। রবিবার সকালে বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। দেখেন ওই কেন্দ্রের মধ্যেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশের প্রাথমিক অনুমান, বোমা মজুত ছিল ওই কেন্দ্রে। সেটাই ফেটেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।
স্থানীয়দের কথায়, এই অঙ্গনওয়ারি কেন্দ্রটি বন্ধ ছিল বেশ কয়েকদিন। বাইরেই বাচ্চাদের ক্লাস নেওয়া হত। ঘটনার সময় ঘটনাস্থলে কেউ উপস্থিত না থাকায় বড়সড় বিপদ এড়ানো গেছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
পঞ্চায়েত নির্বাচন ঘোষণা থেকেই বারবার উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ। জেলার বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। রক্ত ঝরেছে, লাশ পড়েছে। বোমা বিস্ফোরণের ঘটনাও নতুন নয় মুর্শিদাবাদে। বিগত কয়েক মাসে বারবার এমন ঘটনার সাক্ষী থেকেছে জেলার মানুষ। জুলাই মাসেই বোমা বিস্ফোরণে মারাত্মক ভাবে জখম হয় ৩ জন শিশু। তার আগে বিস্ফোরণে মৃত্যু হয় একজনের।
রবিবারের ঘটনা নিয়ে স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগেই এই কেন্দ্রে বোমা মজুত করে রাখা হয়েছিল। সেই বোমাই ফেটেছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: দিনহাটায় ফের রক্তারক্তি, বিজেপি নেতার বাড়িতে হামলা, কর্মীদের মারধর, ছুরির কোপ