শেষ আপডেট: 26th July 2023 08:12
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই ঘরছাড়া হয়েছিলেন যুব তৃণমূল কর্মী (TMC worker) রফিকুল মোল্লা। অভিযোগ, মঙ্গলবার রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে রাতের অন্ধকারে মুড়ি মুড়কির মতো বোমা (bomb) ছোড়া হয়। বাড়িতে ঢুকে লুঠপাট করা হয় বলেও অভিযোগ। মঙ্গলবার গভীর রাতে বাসন্তীর (Basanti) চুনাখালি গ্রাম পঞ্চায়েতের সচিয়াখালি গ্রামে ঘটনাটি ঘটে। ভাঙচুর করা হয় আরেক যুব তৃণমূল কর্মী সাদেক মোল্লার বাড়িঘরও। রাতের অন্ধকারে এমন তাণ্ডবে জন্য এলাকার মাদার তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তাঁরা।
যুব তৃণমূল কর্মী রফিকুল মোল্লা বলেন, “দলের নির্দেশ মেনেই পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রার্থীর নাম প্রত্যাহার করে নিয়েছিলাম। মাদার তৃণমূল থেকেই প্রার্থী হন। কিন্তু প্রার্থীপদ প্রত্যাহার করার পর থেকেই এলাকার যুব তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের ওপর লাগাতার সন্ত্রাস শুরু করে মাদার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সন্ত্রাসের জেরে আমি এখন বাড়ি ছাড়া। বাড়িতে রয়েছেন আমার মা-স্ত্রী ও সন্তানরা। মঙ্গলবার চুনাখালি বাজারে বিজয় উৎসব পালিত হয়েছিল। তারপর রাত একটা নাগাদ দশ-বারোজন দুষ্কৃতী আমার ও আমার ভাইয়ের বাড়ি লক্ষ্য করে মুড়ি মুড়কির মতো বোমা ছোড়ে। বাড়িঘর ভাঙচুর করে লুঠপাট চালায়।”
বুধবার সকালেও বাড়ির সামনে তাজা বোমা পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। তাই আতঙ্কে রয়েছে গোটা পরিবার। মহিলাদের অভিযোগ, ঘটনার পর রাতেই পুলিশকে বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু পুলিশ আসেনি। পুলিশ আসে বুধবার সকাল আটটায়। যুব তৃণমূল করাতেই তাঁদের উপর হামলা হয়েছে।
বাসন্তী ব্লক তৃণমূল নেতা রাজা গাজির দাবি, যারা এমন করেছে তারা তাঁদের দলের লোক নয়। তিনি বলেন, “এটা একেবারেই সাজানো ঘটনা। পরিকল্পনা করে করা হয়েছে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য। তাছাড়া বাসন্তী ব্লকে কেউ ঘরছাড়া নেই। পুলিশ ঘটনার তদন্ত করছে।”
আরও পড়ুন: দুই জায়ের তুমুল মারপিট, একজন কান ছিঁড়ে নিলেন অন্যজনের! ডেবরায় শোরগোল