শেষ আপডেট: 23rd February 2023 09:51
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বাড়ির ভিতর থেকে উদ্ধার হল মা ও দুই মেয়ের মৃতদেহ (Body of mother and two daughters)। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল বর্ধমানের (Burdwan) পীরপুকুর এলাকায়। বৃহস্পতিবার সকালে বাড়ির ভিতর থেকে উদ্ধার হয় মৃণালিনী চৌধুরী (৬০) ও তার দুই মেয়ে বন্দিতা চৌধুরী (৪০) এবং সংঘমিতা চৌধুরীর (৩২) দেহ। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
প্রতিদিনের মতোই এদিন সকালে ওই পরিবারের আয়া রূপালী হাজরা কাজে আসেন। দরজা বন্ধ থাকায় ডাকাডাকি করেন। দীর্ঘক্ষণ দরজা না খোলায় তিনি প্রতিবেশীদের খবর দেন। খবর দেওয়া হয় ওই পরিবারের আত্মীয়দেরও। ওই বাড়ির দোতলায় থাকেন মৃণালিনী চৌধুরীর মা প্রতিমারানি মণ্ডল। প্রতিবেশী ও আত্মীয়রা বাড়ির দোতলা উঠে ভিতর দিয়ে একতলায় আসেন। তারপরেই দেখতে পান ডাইনিং হলে পড়ে রয়েছে তিনটি মৃতদেহ। সেখানেই পড়েছিল একটি বিষের বোতল।
মৃণালিনী চৌধুরীর মামা বিশ্বনাথ মল্লিক জানান, করোনায় মারা যান মৃণালিনী চৌধুরীর স্বামী বিমল চৌধুরী ও তাঁর বাবা ভোলানাথ মণ্ডল। তারপর থেকেই এঁরা মানসিক অবসাদে ভুগছিলেন। তবে তারই জেরে যে এমন কাণ্ড ঘটাবেন তা স্বপ্নেও ভাবতে পারেননি তাঁরা।
পুলিশের প্রাথমিক অনুমান মা ও দুই মেয়ে আত্মঘাতী হয়েছেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায় বলেন, “তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে তেমন কোনও আঘাতের চিহ্ন নেই শরীরে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি স্পষ্ট হবে।”
জেলে সুকেশের সেল থেকে উদ্ধার বিলাসবহুল জুতো, প্যান্ট! কেঁদে ভাসালেন কনম্যান, দেখুন ভিডিও