শেষ আপডেট: 26th June 2023 08:25
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কলকাতার উপকণ্ঠেই বাড়ি থেকে উদ্ধার এক ব্যক্তির পচাগলা দেহ। সেই দেহ উদ্ধার করতে গিয়ে পাওয়া গেল আরও একটি কঙ্কাল (body and skeleton found in Belgharia)।
ঘটনাটি পূর্ব বেলঘরিয়া সেকেন্ড লেনের। জানা গেছে, ওই এলাকার একটি বাড়ি থেকে বেশ কয়েকদিন ধরেই দুর্গন্ধ বেরোচ্ছিল। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন প্রতিবেশীরা। রবিবার রাতে বাড়িটিতে গিয়ে হাজির হয় পুলিশ। তখনই প্রথমিকভাবে বীরেন্দ্রকুমার দে নামে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার হয়। ৬৬ বছর বয়সি ওই ব্যক্তি বিদ্যুৎ দফতরের একজন অবসরপ্রাপ্ত কর্মী।
সেই সময় বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে পাশের ঘর থেকেই একটি কঙ্কাল উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কঙ্কালটি বীরেন্দ্রর ভাই ধীরেন্দ্রকুমার দে-র। বিষয়টি নিয়ে তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে, ওই বাড়িতে বীরেন্দ্র এবং ধীরেন্দ্র থাকতেন। তাঁদের আরও দুই ভাই আগেই মারা গেছেন। এক বোন আছে, তিনি বিবাহিত।
তদন্তকারীদের অনুমান, ধীরেন্দ্রর মৃত্যু হয়েছিল আগেই। কিন্তু কাউকে কিছু না বলে তাঁর দেহ আগলে বসে ছিলেন বীরেন্দ্র। সম্ভবত, তাঁরও মৃত্যু হয় কয়েকদিন আগে। কঙ্কাল এবং দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল ব্যবসায়ীর দেহ! গাইঘাটায় শোরগোল