শেষ আপডেট: 21st July 2023 08:41
দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশের পর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আরো দশ দিন রাজ্যে রাখার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেই অনুযায়ী সময়সীমা আজ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বলেই দাবি গেরুয়া শিবিরের। তাই কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যে আরও চার সপ্তাহ রাখার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন জানাল বিজেপি।
এই বিষয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি (Chief Justice) টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। আদালতে প্রিয়াঙ্কা বলেন, ‘এখনও বিভিন্ন জায়গায় মহিলা শিশুরা আক্রান্ত হচ্ছে। বিজেপি কর্মীরা ঘর ছাড়া। বহু এলাকায় এখনও হিংসাত্মক ঘটনা ঘটছে। তাই রাজ্যের মানুষের নিরাপত্তার স্বার্থেই আরও চার সপ্তাহ কেন্দ্রীয় বাহিনী রাখা হোক।‘
তাই এই পরিস্থিতিতে আমরা কোনও নির্দেশ দিতে পারব না। তবে আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করতে পারি। তার পরে বাহিনী রাখবেন কিনা, সেটা তাদের উপর নির্ভর করছে।
আদালত সূত্রের খবর, এই সময় প্রিয়াঙ্কা জানান, তিনি বিষয়টি কেন্দ্রকেও মেল মারফৎ জানিয়েছেন। সোমবার ফের এই মামলার শুনানি হবে। ইতিমধ্যে কেন্দ্রকে এই মামলার কপি পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি।