শেষ আপডেট: 7th June 2022 12:54
দ্য ওয়াল ব্যুরো: রোদ্দুর রায় ওরফে অনির্বাণ দে-র গ্রেফতারিকে সমর্থন করল বঙ্গ বিজেপি (BJP on Roddur Roy)। এদিন বিজেপি দফতরে শমীক ভট্টাচার্য বলেন, 'মুখ্যমন্ত্রীর আসন আমাদের কাছে একটা শ্রদ্ধার জায়গা। এরকম কুরুচিকর সাংস্কৃতিক অবস্থান আমরা সমর্থন করিনা। আমরা এধরণের অশালীন ও কুরুচিকর মন্তব্যকে প্রশ্রয় দিতে চাই না।'
উল্লেখ্য, এদিন দুপুরে গোয়া থেকে গ্রেফতার করা হয় ইউটিউবার রোদ্দুর রায়কে। গ্রেফতার করে কলকাতা পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ট্রানজিট রিমান্ডে নেওয়া হয়েছে তাঁকে। এরপর কলকাতায় আনা হবে।
রোদ্দুর রায়ের (Roddur Roy) গ্রেফতারি নিয়ে বিজেপি নেতা অনুপম হাজরা পুলিশের সমালোচনা করেছেন (BJP on Roddur Roy)। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, এর আগে রোদ্দুর রায় রবীন্দ্রনাথের গান ও কবিতা নিয়ে অশালীন লাইভ করেছে। তখনও তার বিরুদ্ধে গ্রেফতারির দাবি ওঠেনি। কিন্তু মুখ্যমন্ত্রীর নামে বলতেই তাঁকে গ্রেফতার হল। অনুপমের কটাক্ষ, মনীষীদের থেকেও তাঁর জায়গা ওপরে।
সম্প্রতি একটি ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন রোদ্দুর। কটূক্তি করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-সহ কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্যের পুলিশ-প্রশাসন সম্পর্কেও। বিষয়টিতে পুলিশে অভিযোগ দায়ের হয় গত শনিবার।
এর আগে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দোল উৎসবে ক'য়েকজন ছাত্রী রঙ দিয়ে রবীন্দ্রনাথের গানে অশ্লীল শব্দ লেখায় সরগরম হয় গোটা রাজ্য। তখনই রবীন্দ্রসংগীত বিকৃত করার জন্য তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের কর্মী রোদ্দুর রায়ের নামে একাধিক থানায় অভিযোগ দায়ের করেছিলেন শিক্ষক নেতা মইদুল ইসলাম। কিন্তু তখন তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বরং সে সময়েই নয়ডা থেকে বেপরোয়া রোদ্দুর জানান, জেল হোক বা ফাঁসি, তিনি ইউটিউব ভিডিও চালিয়ে যাবেন। এমনকি নিজের কাজকে সাংস্কৃতিক চর্চা বলে দাবি করেন রোদ্দূর। সম্প্রতি সামাজিক মাধ্যমে বার বার নিজের গ্রেফতারির বিষয়েও লিখছিলেন রোদ্দুর।
লালবাজারের সাইবার ক্রাইম, গুন্ডাদমন শাখা এবং একাধিক থানায় ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা রয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রোদ্দুর রায়ের অশালীন মন্তব্যের অভিযোগ রয়েছে। জানা গেছে, বুধবার রোদ্দুরক গোয়া থেকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়।
সম্প্রীতি রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার আক্রমণাত্মক ও কুরুচিকর পোস্ট এবং লাইভ করছিলেন রোদ্দুর। তিনি নিজেই বার বার গ্রেফতার কবে করা হবে জানতে চাইছিলেন। মনে হতে পারে, যেন তিনি নিজেই চাইছেন যে, তাঁকে গ্রেফতার করা হোক। কখনও মুখ্যমন্ত্রী কখনও অভিষেক-সহ একাধিক তৃণমূল নেতাকে লাগাতার নিশানা করছিলেন।