শেষ আপডেট: 30th August 2023 09:33
দ্য ওয়াল ব্যুরো: ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে এসে চন্দ্রযানের সাফল্য নিয়ে বাঁধা কবিগান গেয়ে আসর মাত করলেন বিজেপির কবিয়াল বিধায়ক অসীম সরকার (BJP mla sang poetry song)। একইসঙ্গে উদ্বাস্তুদের জানিয়ে গেলেন সিএএ লাগু হবেই।
ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই শুক্রবার বিকেলে প্রথমে ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের কুর্শামারি এলাকায় জনসভা করেন তিনি। পরে ঝাড়আলতা ১ গ্ৰাম পঞ্চায়েতের ডাউকিমারি এলাকায় প্রচার চালান।
আরও পড়ুন: কাটোয়ার শিল্পীর কাঠের দুর্গা পাড়ি দিচ্ছে মালয়েশিয়া, দেখুন ভিডিও