শেষ আপডেট: 13th September 2023 07:55
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার দলের একাংশ কর্মী, সমর্থকের হাতে তালাবন্দি হতে হয়েছিল বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে। প্রায় দু’ঘণ্টা পর মন্ত্রীকে উদ্ধার করে বাঁকুড়া (Bankura) সদর থানার পুলিশ ও কেন্দ্রীয়বাহিনী। এবার বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরজিৎ সিং আলুওয়ালিয়ার নামে নিখোঁজ পোস্টার পড়ল দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে।
পোস্টারে লেখা রয়েছে, ‘দুর্গাপুরের সাংসদ জি, দিল্লি থেকে ফিরল কি? পায় না দেখা দলের লোক, অন্য কেউ এমপি হোক।’ নীচে লেখা, ‘এমন এমপি চাই না।’ বুধবার সকালে দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে বিজেপি সাংসদের নামে এমন একাধিক নিখোঁজ পোস্টারকে ঘিরে হইচই পড়ে গিয়েছে আদালত চত্বরে।
পরিস্থিতির জন্য বিজেপির গোষ্ঠীকোন্দলকেই দায়ী করছেন আইনজীবীদের একাংশ। দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবী কল্লোল ঘোষের দাবি, “এটা বিজেপির অন্তর্কলহ ছাড়া কিছু নয়। বলছে, ঘরের লোক সাংসদ হোক। মঙ্গলবার অন্তর্কলহের কারণে বাঁকুড়ায় দলের লোকেদের হাতে আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তাছাড়া আলুওয়ালিয়াকে কোথাও দেখাও যায় না।” একই সঙ্গে তাঁর কটাক্ষ, “পোস্টারটা মিথ্যে নয়। বিজেপির অন্তর্কলহও মিথ্যে নয়।”
যদিও এবিষয়ে বিজেপির জেলা নেতৃত্বর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সাংসদকে এলাকায় দেখতে না পাওয়া নিয়ে অতীতেও কর্মীদের একাংশকে বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে। মঙ্গলবার দলের মন্ত্রী তথা সাংসদ সুভাষ সরকারের বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ এনে তাঁকে জেলা পার্টি অফিসের একটি ঘরে ঢুকিয়ে তালা বন্ধ করে দিয়েছিলেন দলেরই একাংশ কর্মী। যার জেরে চরম অস্বস্তিতে পড়তে হয় নেতৃত্বকে। এবার দুর্গাপুরেও দলীয় সাংসদের বিরুদ্ধে নিখোঁজ পোস্টার। লোকসভা ভোটের আগে যার জেরে বিজেপির অন্দরের বিড়ম্বনা আরও বাড়ল বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
আরও পড়ুন: হাবড়ায় হাড়হিম! পাগলা কুকুরের কামড়ে জখম ২৫, লাঠি ছাড়া রাস্তায় বেরোচ্ছে না লোকজন