শেষ আপডেট: 21st September 2023 07:57
দ্য ওয়াল ব্যুরো: তখন সকাল পৌনে আটটা। ভিড়ের থিকথিক করছে ৩৭৯১৪ ডাউন কাটোয়া লোকাল (Biswakarma pujo in local train)। সেই ভিড়ে মধ্যে ভেসে এল বিশ্বকর্মা পুজোর মন্ত্র। এই ভাবেই গন্তব্যে পৌঁছনোর আগে ট্রেনের কামরায় বিশ্বকর্মা পুজো করলেন কাটোয়া (Katwa) লোকালের যাত্রীরা।
ঢাকঢোল, কাঁসর বাজিয়ে পুরোহিতের মন্ত্রোচ্চারণে যন্ত্রের দেবতার পুজো হল ট্রেনে কামরায়। শেষে প্রসাদ মিষ্টির প্যাকেট ছিল।
আরও পড়ুন: পরোটা প্রিয় খাবার? এইভাবে তৈরি হয় জানলে আর খাবেন? ভাইরাল ভিডিও দেখুন