শেষ আপডেট: 5th July 2022 07:24
দ্য ওয়াল ব্যুরো: মেলায় নাগরদোলা ভেঙে বড়সড় দুর্ঘটনা ঘটল বীরভূমে (Birbhum Accident)। লোক ভর্তি নাগরদোলা হঠাৎই ঘুরতে ঘুরতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দুর্ঘটনায় জখম হয়েছে কমপক্ষে ৪-৬ জন। আনন্দের মাঝে নেমে আসে আতঙ্ক। দুর্ঘটনায় পর অনেকেই মেলা ছেড়ে চলে যান। সোমবার সন্ধ্যার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গেছে, প্রতি বছরের মত লাভপুরের বিপ্রটিকুরিতে মনসা পুজোর মেলা বসেছিল। সোমবার থেকে এই মেলা শুরু হয়েছে। প্রথম দিনেই ঘটে গেল এই বিপত্তি। বিকেল থেকেই এদিন ভিড় করতে থাকেন আশেপাশের গ্রামের মানুষ। কিন্তু একটু রাত হতেই সবার চোখের সামনেই ভেঙে পড়ে ওই নাগরদোলাটি।
স্থানীয়দের কথায়, অল্পের জন্য বড়সড় বিপদ ঘটেনি। মেলায় তখন লোকে লোকারণ্য ছিল। সবাই আনন্দে মেতে ছিলেন। কিন্তু হঠাৎই মেলারই ওই নাগরদোলাটি ভেঙে পড়ে যায়। তবে এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কতজন আহত (Injured) হয়েছে তা বলতে পারছেন না কেউই।
কেন এমন ঘটনা ঘটল? এই প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। উল্লেখ্য, গত রবিবার শহর কলকাতাপর বুকেও ঠিক এমনই এক দুর্ঘটনা ঘটে। রামলীলা ময়দানের মেলায় নাগরদোলা ছিঁড়ে পড়ে আহত হন এক যুবতী।
দিঘার মেরিন ড্রাইভে উদ্বোধনের আগেই ‘টোল ট্যাক্স’ আদায়, ধৃত ১