শেষ আপডেট: 27th September 2024 13:28
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর নিয়োগ পরীক্ষা দিতে শিলিগুড়ি এসেছিলেন বিহারের এক পরীক্ষার্থী। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি নাকি রাজ্য সরকারের ভূমিপুত্রের জন্য সংরক্ষিত পদে বিহার থেকে এসেছেন।
যে কারণে সেই পরীক্ষার্থীকে হেনস্থা করার অভিযোগ ওঠে ‘বাংলা পক্ষ’-র বিরুদ্ধে। পুলিশ, আইবি-র পরিচয় দিয়ে পরীক্ষার্থীকে কান ধরে ওঠবস করানোর ভিডিও-ও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওয় শোনা যায়, কেউ বলছেন ‘আরে আইবি। হামলোগ পুলিশ হ্যায়। এই যে আইবি’। যদিও গোটা ঘটনা সামনে আসতেই পুলিশের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, হেনস্থাকারীরা আইবির লোক নন।
অন্যদিকে ঘটনায় গ্রেফতার হওয়া রজত ভট্টাচার্যের দাবি, তাঁরা নিজেদের আইবি বা পুলিশের লোক বলে দাবি করেননি। যখন ভিডিও করা হচ্ছিল, পাশে থেকে কেউ কেউ সেই কথা বলে থাকতে পারেন।
তিনি জানান, যখন বিহারের ওই যুবকের কাছে যাচ্ছিলেন, সবটা নাকি পুলিশ আর আইবি-কে জানিয়েই গেছিলেন। রজতের পাশাপাশি এই ঘটনায় গিরিধারী রায় নামে আর একজনকে গ্রেফতার করা হয়েছে। যদিও এ ব্যাপারে পুলিশের তরফে কোনও খবর পাওয়া যায়নি।
কিন্তু এই ঘটনার মধ্যেই হঠাৎ উধাও হয়ে গেল ’বাংলা পক্ষ’ নামক এই সংগঠনের অন্যতম মুখ গর্গ চট্টোপাধ্যায়ের এক্স অ্যাকাউন্ট। গোটা ঘটনা নিয়ে এখনও অবধি গর্গর কোনও প্রতিক্রিয়া মেলেনি। কিন্তু সার্চ করলে বাংলা পক্ষের অ্যাকাউন্ট এখনও খুঁজে পাওয়া যাচ্ছে।