উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়
শেষ আপডেট: 22nd July 2024 19:22
দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পাশ করা আইনজীবীকে রেজিস্ট্রেশন দেয়নি বিহার বার কাউন্সিল। সুবিচার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই আইনজীবী। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলার শুনানি ছিল। কিন্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী ছাড়া আজ কেউ উপস্থিত না থাকায় আগামী শুক্রবার শুনানির নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আইন পড়ুয়া ছাত্রছাত্রীদের সঙ্গে ২০২৩ সালে পাশ করেছিলেন বিহারের কিষানগঞ্জের বাসিন্দা অভিষেক দত্ত। পাশ করবার পর তিনি বিহার বার কাউন্সিলে নাম নথিভুক্ত করতে গেলে কাউন্সিল তাঁকে ফিরিয়ে দেয়। এনরোলমেন্টের অনুমতি দেয়নি। বলা হয় সারা দেশে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার যতগুলি স্বীকৃত প্রতিষ্ঠান আছে সেই তালিকায় নাম নেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের। হতাশ হয়ে ফিরে আসেন অভিষেকবাবু।
এরপর তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে যোগাযোগ করেন। সেখান থেকে বিষয়টি স্বীকার করে নিয়ে অভিষেক দত্তকে একটি সার্টিফিকেট দেওয়া হয়। সেই সার্টিফিকেট নিয়ে তিনি ফের বিহার কাউন্সিলে যোগাযোগ করলে আবারও তাঁকে ফের ফিরিয়ে দেওয়া হয়। বলা হয় ২০১১ সাল থেকে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে চলছে পঠন পাঠন।
এরপর ওই ছাত্র বার কাউন্সিল অফ ইন্ডিয়া- সহ বিভিন্ন জায়গায় চিঠি বা ইমেল মারফৎ যোগাযোগ করেন। কিন্তু তাতেও কোনও সদুত্তর না পেয়ে তিনি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রিট পিটিশন দায়ের করেন। যেই মামলায় পার্টি ছিল স্টেট বার কাউন্সিল, বিহার বার কাউন্সিল, বার কাউন্সিল অফ ইন্ডিয়া ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলার শুনানি থাকলেও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আইনজীবীরা ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না। তাই পিছিয়ে যায় শুনানি। এখানে উল্লেখ্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ২০১১ সাল থেকে পাশ করা ছাত্রছাত্রীদের পশ্চিমবঙ্গ বার কাউন্সিল রেজিস্ট্রেশন দিয়েছে।