Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি চাকরির নিয়োগে বড্ড দেরি, ৩০ দিনের মধ্যে পুলিশি যাচাই-সহ বাকি পরীক্ষার নির্দেশ নবান্নরবিজেপি নেত্রীর সঙ্গে রাতে গজলডোবায় হাওয়া খেতে গিয়েছিলেন তৃণমূল নেতা, ভাইরাল ভিডিওদিনের পর দিন ব্রেকফাস্টে ফাঁকি! এই ৫ অভ্যাস সময়ের আগেই ব্রেনের বয়স বাড়িয়ে দিচ্ছে, জানেন কি?'চিরসখা'য় একই বাড়িতে দুই সতীনের বাস, রান্না জমাতে প্রিয় ফোড়ন দিলেন লীনারুমকি-ঝুমকির জুটির আর নেই! প্রয়াত ঝুমকি রায়, শোকস্তব্ধ দেবশ্রীমেয়ের ইনসুলিনের টাকা ছিল না, ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে নিজের মাথায় গুলি চালালেন হতভাগ্য বাবাসকালে চূড়ান্ত ব্যস্ততা, সময় বাঁচাতে ব্রেকফাস্টে রোজ স্মুদি খাচ্ছেন, শরীরের ক্ষতি করছেন না তো?এ বছর সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে আইএমডিবি-র লিস্টে পয়লা নম্বরে রয়েছে যে সিনেমাবিয়ের আগেই গর্ভবতী হন নেহা! এনিয়ে স্পষ্ট বললেন, 'সমস্যা কোথায়, আমি তো অঙ্গদকে ডেট করতাম'বিহারে ভোটার তালিকা সংশোধনীতে স্থগিতাদেশ নয়, আধার কার্ডকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট

অষ্টমীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড বনগাঁয়, পুড়ে ছাই ব্লিচিং পাউডারের গুদাম

দ্য ওয়াল ব্যুরো: শনিবার অর্থাৎ অষ্টমীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড বনগাঁয়। জানা গেছে, বনগাঁ থানার তিন নম্বর টালিখোলার কাছে একটি ব্লিচিং পাউডারের গোডাউনে আচমকা আগুন লেগে যায় মাঝরাতে। গোডাউনের পাশেই একটি লরি দাঁড়িয়ে ছিল। আগুন সেই লরি পর্যন্ত পৌঁ

অষ্টমীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড বনগাঁয়, পুড়ে ছাই ব্লিচিং পাউডারের গুদাম

শেষ আপডেট: 24 October 2020 23:00

দ্য ওয়াল ব্যুরো: শনিবার অর্থাৎ অষ্টমীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড বনগাঁয়। জানা গেছে, বনগাঁ থানার তিন নম্বর টালিখোলার কাছে একটি ব্লিচিং পাউডারের গোডাউনে আচমকা আগুন লেগে যায় মাঝরাতে। গোডাউনের পাশেই একটি লরি দাঁড়িয়ে ছিল। আগুন সেই লরি পর্যন্ত পৌঁছায়। কিছুক্ষণের মধ্যেই গোডাউন-সহ লরিটি ভস্মীভূত হয়ে যায়। দমকল বাহিনীর এক কর্মী জানান, খবর পেয়েই পৌঁছন তাঁরা। গোডাউনের বাইরেও আগুন অনেকটা ছড়িয়ে পড়েছিল। আশপাশের বাড়িগুলোরও ক্ষতি হয়েছে। দুটো দমকলের ইঞ্জিন টানা তিন ঘণ্টা ধরে কাজ করার পর সেই আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা গেছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, "রাতের দিকে একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছিলাম। গন্ধের তীব্রতা বাড়তে থাকায় বাড়ির বাইরে বেরিয়ে দেখি এমন কাণ্ড। তৎক্ষণাৎ দমকলের অফিসে ফোন করি। পুলিশকে জানাই। আশপাশের বাড়িগুলোরও ক্ষতি হয়েছিল।" কী থেকে আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

ভিডিও স্টোরি