দ্য ওয়াল ব্যুরো: শনিবার অর্থাৎ অষ্টমীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড বনগাঁয়। জানা গেছে, বনগাঁ থানার তিন নম্বর টালিখোলার কাছে একটি ব্লিচিং পাউডারের গোডাউনে আচমকা আগুন লেগে যায় মাঝরাতে। গোডাউনের পাশেই একটি লরি দাঁড়িয়ে ছিল। আগুন সেই লরি পর্যন্ত পৌঁছায়। কিছুক্ষণের মধ্যেই গোডাউন-সহ লরিটি ভস্মীভূত হয়ে যায়।
দমকল বাহিনীর এক কর্মী জানান, খবর পেয়েই পৌঁছন তাঁরা। গোডাউনের বাইরেও আগুন অনেকটা ছড়িয়ে পড়েছিল। আশপাশের বাড়িগুলোরও ক্ষতি হয়েছে। দুটো দমকলের ইঞ্জিন টানা তিন ঘণ্টা ধরে কাজ করার পর সেই আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা গেছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, "রাতের দিকে একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছিলাম। গন্ধের তীব্রতা বাড়তে থাকায় বাড়ির বাইরে বেরিয়ে দেখি এমন কাণ্ড। তৎক্ষণাৎ দমকলের অফিসে ফোন করি। পুলিশকে জানাই। আশপাশের বাড়িগুলোরও ক্ষতি হয়েছিল।"
কী থেকে আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।