শেষ আপডেট: 29th July 2023 10:18
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ব্যাঙ্ক ম্যানেজার (Bhatar bank manager) ও তাঁর বন্ধুকে অপহরণ (kidnapped) করে ৪ লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের ঘটনার পিছনে মহিলা সংক্রান্ত কারণ রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। পুলিশের দাবি, ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে কল্যাণপুরের এক মহিলার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মহিলার কিছু আপত্তিকর ছবি ও ভিডিও তাঁর কাছে রয়েছে। তা নিয়ে তিনি ওই মহিলাকে ব্ল্যাকমেল (blackmailing) করছিলেন। এর থেকে বাঁচতে মহিলা তাঁর এক পরিচিতকে বিষয়টি জানান। তারপরেই ওই ব্যাঙ্ক ম্যানেজারকে অপহরণ করে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করা হয়।
ব্যাঙ্ক ম্যানেজার পুলিশকে জানিয়েছিলেন, বুধবার সকাল সাড়ে ন’টা নাগাদ তাঁরা যখন ভাড়াগাড়িতে করে ভাতার বাজার থেকে বাদশাহী রোড ধরে মঙ্গলকোটের দিকে যাচ্ছিলেন তখন ছ-সাতজন অপরিচিত ব্যক্তি মুরাতিপুরের কাছে তাঁদের গাড়িটি আটকায়। গাড়ি দাঁড়াতেই দু'তিনজন গাড়িতে উঠে পড়েন। তিনি বলেন, “ওরা প্রথমেই আমার মোবাইল ফোন দু'টি কেড়ে নেয়। এরপর চালককে বলে গাড়িটি ঘুরিয়ে এরুয়ার গ্রামে নিয়ে যেতে। সেখানে একটি ফাঁকা জায়গায় গাড়িটি দাঁড় করিয়ে আমাকে নামিয়ে একটি ঘরে আটকে মারধর শুরু করে। দশ লক্ষ টাকা না দিলে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেয়। প্রাণ বাঁচাতে আমি চার লক্ষ টাকা দিতে রাজি হই।”
পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে কিছুদিন আগে কল্যাণপুরের এক মহিলার সঙ্গে ওই ব্যাঙ্ক ম্যানেজারের সম্পর্ক গড়ে ওঠে। তার কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও ব্যাঙ্ক ম্যানেজারের কাছে রয়েছে। মহিলার অভিযোগ, তা দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেল করা হচ্ছিল। এর থেকে বাঁচতে তিনি বিষয়টি বন্ধু আজিবুলকে জানান। এরপরই ব্যাঙ্ক ম্যানেজারকে শিক্ষা দিতে আজিবুল তাঁকে অপহরণের পরিকল্পনা করে। সেইমতো গাড়ির চালকের সঙ্গে যোগসাজস করে তাঁকে অপহরণ করা হয়।
আরও পড়ুন: অমরনাথ যাত্রা থেকে ফেরার পথে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ! মৃত ৬ পুণ্যার্থী, আহত বহু