শেষ আপডেট: 1st September 2023 18:24
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি থেকে নারী পাচার, দিনভর আদালতের হাজারও রায়ের খবর উঠে আসে সংবাদ শিরোনামে। কিন্তু আইন-আদালত সম্পর্কে সাধারণ মানুষ কি সত্যিই অবহিত? এবার এই বিষয়েই বিশেষ উদ্যোগ (Best Judgment of the Justice) নিল কলকাতা হাইকোর্ট।
সেই কমিটির উদ্যোগেই এবার বিচারপতিদের সেরা রায় (Best Judgment of the Justice) নিয়ে বই আকারে প্রকাশ করা হয়েছে বিশেষ বার্ষিক রিপোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচীর নেতৃত্বে ওই কমিটিতে রয়েছেন বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়। প্রকাশিত ওই বইতে গত এক বছরে রাজ্যে ঘটে চলা গুরূত্পূর্ণ মামলাগুলির রায় তুলে ধরা হয়েছে।
বাঘে ছুঁলে আঠারো ঘা, আর পুলিশে ছুঁলে...। বহুল ব্যবহারে জীর্ণ প্রবাদ আউড়ে আইনজীবীদের একাংশ বলছেন, আজও বিচার ব্যবস্থা সম্পর্কে একাংশ মানুষের মধ্যে অহেতুক ভীতি কাজ করে। হাইকোর্টের বিচারপতিদের রায় সম্বলিত এই বই এক্ষেত্রে সমাজের অনেক উপকারে আসতে পারে। হাইকোর্টের বর্ষীয়ান এক আইনজীবীর কথায়, “প্রশংসনীয় উদ্যোগ। আদালতের ভেতরে কী হয়, এই বইয়ের মাধ্যমে সহজেই তা সাধারণ মানুষ জানতে পারবেন।”
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নিয়োগ দুর্নীতি মামলার রায় থেকে শুরু করে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে বিচারপতি হরিশ টন্ডন এবং রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চের নির্দেশ। আয়কর বিভাগের একটি মামলায় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দেওয়া গুরুত্বপূর্ণ রায় কিংবা বাংলাদেশের যে নারীকে এদেশে পাচার করেছিল পাচারকারীরা, তাঁকে নিজের দেশে ফেরার রায় দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।
গত এক বছরে এভাবেই বিচারপতিদের বিভিন্ন সেরা রায়ের মাধ্যমে উঠে এসেছে সমাজের বিভিন্ন দিক। জনস্বার্থে সেসবকেই একত্রিত করে এবারে বইয়ের আকার দিয়েছে হাইকোর্টের বিশেষ কমিটি। চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন বিচারপতিদের সেরা রায় সম্বলিত ওই বিশেষ পুস্তিকা।
আরও পড়ুন: পডুয়াদের ‘চাপের মুখে’ মিডিয়াকে সংযত হওয়ার পরামর্শ যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের!