শেষ আপডেট: 27th August 2023 09:05
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: মুখ্যমন্ত্রীর সাধের বেঙ্গল সাফারি পার্কে (Bengal Safari Park) আগমন হল নতুন অতিথির। গত ১৯ অগস্ট রিকা নামের এক বাঘিনী তিন শাবকের (Tiger Cubs) জন্ম দিয়েছে। এই ঘটনার পরেই খুশি হওয়া বইছে শিলিগুড়ির এই পার্কে।
২০১৮ সালে শিলা নামে একটি বাঘিনী তিন শাবকের জন্ম দেয়। মুখ্যমন্ত্রী এই তিন শাবকের নাম দেন কিকা, রিকা, ইকা। সেই রিকাই আবার তিন শাবকের জন্ম দিল।
২০১৭ সালে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে শিলা ও স্নেহাশিস নামে দুটি রয়েল বেঙ্গল টাইগারকে নিয়ে আসা হয়েছিল। এর কিছুদিন পরেই বিভান নামে আরও একটি বাঘ নিয়ে আসা হয়। তারপরেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বাঘিনী শিলা।
গত জুলাই মাসে কিকা দুটি সাদা বা অ্যালবিনো শাবক প্রসব করে। তার মধ্যে একটির গর্ভেই মৃত্যু হয়েছিল। পরে অপরটিকেও বাঁচানো যায়নি। দুই সন্তানের শোকে খাওয়াদাওয়া বন্ধ করেছিল মা কিকা।
এই ঘটনার পর বেঙ্গল সাফারি পার্কের পশুদের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন পার্ক কর্তৃপক্ষ। ওই শাবক দুটির ময়নাতদন্তের রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
এবার রিকার সন্তান হওয়ার খবর জানতে পেরে শনিবারই পার্ক এসেছিলেন বনমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে মন্ত্রী জানান, ডিসেম্বরের মধ্যেই কয়েকটি বাঘ ও সিংহ আনার চেষ্টা করছে সরকার। প্রাথমিক প্রক্রিয়া সারা হয়ে গেছে। এমনকী ব্ল্যাকপ্যান্থার, জিরাফ ও জেব্রা আনারও পরিকল্পনা রয়েছে সরকারের। এই বিষয়ে সেন্ট্রাল জু অথরিটির সঙ্গে কথা চলছে বলেও তিনি জানান।
আরও পড়ুন: কোটায় পড়ুয়াদের মরণঝাঁপ রুখতে জাল লাগানো হচ্ছে বারান্দায়, ফ্যানে স্প্রিং বসেছিল আগেই