শেষ আপডেট: 16th April 2023 16:24
দ্য ওয়াল ব্যুরো: তীব্র তাপপ্রবাহে (Heatwave) হাঁসফাঁস করছে রাজ্যবাসী। কিছু প্রাণও কেড়ে নিয়েছে দাবদাহ। বিশেষজ্ঞরা বারবার বলছেন, কী কী করতে হবে আর কী কী না করা ভাল। কিন্তু এই গরমে না-মানুষদের সুবিধা-অসুবিধা কে বলে দেবে। তারা না হয় মুখে বলে প্রকাশ করতে পারে না নিজেদের অসুবিধা, কিন্তু এই গরমে যত্ন দরকার তাদেরও। তাই শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের (Bengal Safari Park) বাসিন্দাদের জন্য কিছু বিশেষ পদক্ষেপ করেছেন কর্তৃপক্ষ। ঠিক হয়েছে, দিনে দু’বার করে নুন জল দেওয়া হবে তাদের, স্নান করানো হবে বরফ দেওয়া ঠান্ডা জলে। সেই সঙ্গে চলবে ওআরএস-ও।
দেখুন ভিডিও।
বেঙ্গল সাফারি পার্ক সূত্রের খবর, আপাতত বাঘ এবং ভাল্লুকদের জন্য ঠান্ডা জল, বরফের টুকরো আনা হয়েছে, যাতে তারা শান্তিতে স্নান করতে পারে দিনভর। আর তৃণভোজী প্রাণীদের জন্য আনা হয়েছে লবণ, ওআরএস-ও। গরমে যাতে ডিহাইড্রেশনে অসুস্থ হয়ে না পড়ে তারা, সে জন্যই নিয়ম করে খেতে হবে এগুলি।
আপাতত ঠান্ডা জলে ছানাপোনা নিয়ে দেদার স্নান চলছে বাঘেদের। অন্য প্রাণীরাও খানিক স্বস্তির নিশ্বাস ফেলেছে এই বিশেষ ব্যবস্থায়।
গরমে ৭ দিন স্কুল বন্ধের নির্দেশিকা সরকারের, কোন পথে হাঁটছে বেসরকারি স্কুলগুলি