শেষ আপডেট: 29 July 2023 01:50
দ্য ওয়াল ব্যুরো: বাংলার দুর্গা এবার ঠাঁই পাবে দিল্লির লালকেল্লায়! আসন্ন স্বাধীনতা দিবসে (Independence Day 2023) সেখানে সগর্বে উড়বে জাতীয় পতাকা। আর তারই দরজায় দেখা যাবে পটচিত্রে সপরিবারে বাংলার দশভুজাকে। (Pattachitra Painting on Red Fort)।
পটচিত্র (Bengal Pattachitra) আঁকার জন্য ইতিমধ্যেই বাংলা থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে ১০ জন বিশিষ্ট চিত্রকরের একটি দলকে। তাঁদের নেতৃত্ব দিচ্ছেন পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের পটশিল্পী নুরুদ্দিন। গত ১৯ জুলাই থেকে শুরু হয়েছে আঁকার কাজ, যা শেষ করতে হবে ১ অগস্টের মধ্যে। আর তার জন্যই দিনরাত এক করে কাজ করছেন নুরুদ্দিন ও তাঁর দল।
পটচিত্র আঁকার জন্য এর আগে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন নুরুদ্দিন ও তাঁর দল। তাই স্বাধীনতা দিবসে বিশ্বের দরবারে বাংলার শিল্প সংস্কৃতি কতটা সমৃদ্ধশালী তা প্রমাণ করার জন্য ডাক গিয়েছিল তাঁদের কাছেই। নুরুদ্দিন জানিয়েছেন, কেন্দ্রীয় সংস্কৃতি ও প্রতিরক্ষা মন্ত্রকের তরফে তাঁর সঙ্গে মাসখানেক আগে যোগাযোগ করা হয়েছিল। তারও ২ মাস আগে থেকে মন্ত্রকের কর্তাব্যক্তিরা বিভিন্ন পটচিত্র পর্যালোচনা করে লালকেল্লার দরজায় দুর্গা প্রতিমা আঁকানোর ব্যাপারেই মনস্থির করেন। সেকথা জানা মাত্রই স্ত্রী কল্পনা চিত্রকর, মুসলেম চিত্রকর, বাপ্পা, মুক্তার, চিন্টু, মোমেনা, রোজিতাদের নিয়ে সটান দিল্লি পৌঁছান নুরুদ্দিন। আপাতত সেখানেই জোরকদমে চলছে কাজ। মাঝে মাঝে এসে আঁকার অগ্রগতি পরিদর্শন করে উপযুক্ত পরামর্শ দিয়ে যাচ্ছেন সংস্কৃতি ও প্রতিরক্ষা দফতরের আধিকারিকরা।
উল্লেখ্য, ১০ বছর বয়সেই পটচিত্র আঁকায় হাতেখড়ি হয় চণ্ডীপুরের হবিচক গ্রামের বাসিন্দা নুরুদ্দিনের। তাঁর স্ত্রী কল্পনাও একই কাজের সঙ্গে যুক্ত। কল্পনা ২০১৬ এবং নুরুদ্দিন ২০১৭ সালে রাষ্ট্রপতি পুরস্কার পান। তাঁদের দলের বাকিরাও রাজ্য এবং জেলাস্তরে একাধিক পুরস্কার পেয়েছেন। গত ৩০ বছর ধরে এই পেশাতেই রয়েছেন নুরুদ্দিন। এবার তাঁদের কাজই অন্যরকম স্বীকৃতি পেতে চলেছে।
প্রেমিকাকে ব্ল্যাকমেল করতে গিয়েই অপহৃত ভাতারের ব্যাঙ্ক ম্যানেজার, ২৪ ঘণ্টায় কিনারা পুলিশের