শেষ আপডেট: 23rd August 2023 13:49
দ্য ওয়াল ব্যুরো: এতদিন তৈরি করেছেন কাঠের নানা আসবাব। ঘর সাজানোর সৌখিন সামগ্রীও তৈরি করেছেন। এবারই প্রথম দুর্গাঠাকুর তৈরি করলেন কাটোয়ার একাইহাটের শিল্পী সুরঞ্জন সরকার (Bengal artists wooden Durga is being sold in Malaysia)।
শুধু দুর্গা প্রতিমা নয় একই সঙ্গে কাঠের গণেশমূর্তি ও রাধাকৃষ্ণের মূর্তি তৈরিও বরাত পেয়েছেন। গামার কাঠ দিয়ে তৈরি এই মূর্তি গুলির কাজ প্রায় শেষের দিকে। একইসঙ্গে মা দুর্গা, গণেশ ও রাধাকৃষ্ণের মূর্তি পাড়ি দেবে সুদূর মালয়শিয়া।
একসময় কলকাতার মল্লিকবাজারে নিজের কাঠের সামগ্রী তৈরির দোকান ছিল তাঁর। কলকাতার সেই দোকান বিক্রি করে ফিরে আসেন একাইহাটে। এখানে নিজের বাড়ির সংলগ্ন জমিতে কারখানা তৈরি করেন। ধীরে ধীরে এলাকায় তাঁর নাম ডাক বাড়ে। এখন বিদেশেও নাম ছড়িয়ে পড়ার অপেক্ষা।
আরও পড়ুন: পড়ুয়াদের বাড়ি ফেরানোর সময় রাস্তায় বসে গেল স্কুলবাস, দেখুন ভিডিও