শেষ আপডেট: 22nd April 2023 13:21
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: ফের নতুন অতিথির আগমন হল বেঙ্গল সাফারি পার্কে (Bengal Safari Park)। এবার একটি ফুটফুটে ভাল্লুকছানা (bear cub)। বেঙ্গল সাফারি পার্কে জন্ম (born) হল হিমালয়ান ব্ল্যাক বিয়ারের। মা ও শাবক দুজনেই ভালো আছে বলে জানা গেছে। বেঙ্গল সাফারি পার্কের সহকারী অধিকর্তা রাহুল মুখার্জি বলেন, “২৭ মার্চ ফুরবু ওই শাবকের জন্ম দেয়। দুজনেই সুস্থ রয়েছে। তবে এখনই লিঙ্গ নির্ধারণ করা যায়নি। চিকিৎসকের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে তাদের।”
এর আগে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্ম হয়েছিল এই সাফারি পার্কে। এবার ভাল্লুক। ২৭ মার্চ রাতে হিমালয়ান ব্ল্যাক বিয়ার ফুরবু ওই শাবকের জন্ম দেয়। বাবা ধ্রুব। এখন বেঙ্গল সাফারি পার্কে ভাল্লুকের সংখ্যা বেড়ে হল ছয়। সন্তানের জন্মের পরেই শাবক সহ ফুরবুকে নাইট শেল্টারে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। সাফারি পার্কের কর্মীরা জানান, নিজের শাবককে একদমই কোল ছাড়া করছে না ফুরবু।
ফুরবুর সন্তান আসায় গোটা বেঙ্গল সাফারি পার্কে উচ্ছ্বাস। রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও বলেন, “খুবই খুশির খবর। প্রজননে একের পর এক সাফল্য আসছে বেঙ্গল সাফারি পার্কে। এর আগে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্ম হয়েছে। হরিণের সংখ্যাও বাড়ছে। এবার ভাল্লুকের জন্ম হল। মা ও শাবকের বিশেষ যত্ন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, সিকিমের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছিল ১৩ বছরের ফুরবুকে। তার আগে থেকেই ভাল্লুকদের সংসারে ছিল ১১ বছরের ধ্রুব, ড্যাডি, জাম্বো ও মোহিনী। গত বছর ধ্রুব ও ফুরবুর মধ্যে প্রজননের বিষয়টি নজরে আসে পার্ক কর্তৃপক্ষর। সেই থেকেই যত্নে রাখা হয়েছিল ফুরবুকে। ২৭ মার্চ ফুরবুর সন্তান হলেও সেই খবর প্রকাশ্যে আনা হয়নি। এখন বিপজ্জনক সময় পার হতেই সেই খবর প্রকাশ্যে আনা হল। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ফুরবুকে এখন খাবারের মধ্যে ভিটামিন, ক্যালসিয়াম দেওয়া হচ্ছে। অন্তত তিনমাস পর্যটকদের থেকে দূরে রাখা হবে মা ও শাবককে। তারপরেই পর্যটকরা দেখতে পাবেন তাদের।
কালিয়াগঞ্জে গেল রাজ্যে শিশু সুরক্ষা কমিশনে, বিমানবন্দরে নেমে ছুটলেন প্রিয়ঙ্ক