শেষ আপডেট: 1st July 2023 13:17
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ঠেলায় পড়ে কাদায় হাঁটলেন বিধায়ক! শনিবার দুপুরে ভোটের প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। বিধায়ককে দেখেই বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা।
গ্রামবাসীদের দাবি, দিদির রক্ষা কবজের সময় বিধায়ক মানগোবিন্দ অধিকারী কথা দিয়েছিলেন রাস্তার কাজ হবে। কিন্তু কোনও কাজ হয়নি ভাতারের কালুত্তক গ্রামের স্কুলপাড়ায়। ৬৬০ ফুটের রাস্তাটি এখন শুধুই কাদায় ভর্তি। স্থানীয় বাসিন্দা মজিউন বিবি বলেন, “সিপিএমের সময় রাস্তায় একবার অল্প মোরাম দেওয়া হয়েছিল। কিন্তু তৃণমূল কংগ্রেসের সময় রাস্তায় কোনও কাজই হয়নি। ফলে যাতায়াত করতে প্রাণান্ত হচ্ছে আমাদের।” গ্রামের আর এক বাসিন্দা শাহজাহান সেখ বলেন, “বারেবারে খারাপ রাস্তার কথা পঞ্চায়েত ও বিধায়ককে বলা হয়েছে। কিন্তু কোনও কাজ হয়নি। তাই আমরা গ্রামে বিধায়ককে কাছে পেয়ে বেহাল রাস্তার কথা বলি। বিধায়ককে কাদা রাস্তায় হাঁটতেও বাধ্য করি।” এদিন গ্রামের বাসিন্দারা নিত্যানন্দপুর পঞ্চায়েতের সদস্য মিঠু শেখকে পেয়ে তাঁকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখায়।
জেলা বিজেপি সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, “শুধু ভাতার নয়, গোটা রাজ্যেরই এই হাল। টাকা লুঠ হয়ে গেছে। তাই বেহাল রাস্তার কোনও কাজ হয়নি। এলাকার বাসিন্দারা বিধায়ককে কাছে পেয়ে কাদা রাস্তায় হাঁটিয়েছেন। যোগ্য জবাব দিয়েছেন গ্রামবাসীরা।”
বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন, “রাস্তার অবস্থা খারাপ। জেলা পরিষদ থেকে রাস্তার কাজ করা হবে। ভোট ঘোষণা হওয়ায় কাজ শুরু করা যায়নি। আমি আগে অনেকবার প্রধানকে রাস্তার জন্য বলেছিলাম। কিন্তু কথা শোনেননি। আমি কথা দিয়েছি দু'মাসের মধ্যে রাস্তা করে দেব। প্রয়োজনে বিধায়কের কোটায় রাস্তা হবে।” তবে কাদা রাস্তায় হাঁটানোর বিষয়টি অস্বীকার করেন বিধায়ক। তিনি বলেন, “শনিবার প্রচারে গিয়ে গ্রামবাসীরা খারাপ রাস্তার কথা বললে, আমি নিজেই রাস্তা দেখতে যাই ও ওই রাস্তা হেঁটে পার হয়েছি। আর আমি তৃণমূল কংগ্রেসের বিধায়ক বলেই কাদা রাস্তায় হেঁটেছি।”
রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, “বিরোধীরা মিথ্যা কথা বলে ভোটের বাজার গরম করতে চাইছে। হাজার হাজার কিলোমিটার রাস্তা হয়েছে। ঝাঁ চকচকে রাস্তা হয়েছে তৃণমূল কংগ্রেসের আমলে। কোথাও রাস্তার কাজ চলছে। সবই হয়ে যাবে।”
শ্লীলতাহানির অভিযোগে পুলিশ হেফাজতে মারধর, অপমানেই আত্মঘাতী বাগুইআটির যুবক