শেষ আপডেট: 21st May 2018 11:24
বাগডুবির ক্ষত মেলায়নি এখনও। অপমানের জ্বালা জুড়োয়নি কবিতা দাসের । তৃণমূলকে ভোট না দেওয়ায় এ বার বধূকে নিগ্রহের অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনায়। মাঠে ঘাস তুলতে যাওয়ার সময় সোমবার ওই মহিলাকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম বধূকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও পড়ুন Exclusive জুতো মেরে ওঠবোস করিয়েছে তৃণমূল, ওয়ালে অভিজ্ঞতা লিখলেন কবিতা ছাপ্পার প্রতিবাদ করায় পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পরের দিনই পশ্চিম মেদিনীপুরের বাগডুবির বাসিন্দা কবিতাকে তৃণমূল অফিসে ডেকে গলায় জুতোর মালা পরিয়ে, মাথায় জুতো নিয়ে ওঠবোস করতে বাধ্য় করা হয়। তাঁর স্বামীর সামনেই নির্যাতনের শিকার হতে হয় তাঁকে। তিনদিনের মাথায় এ বার তৃণমূলকে ভোট না দেওয়ায় আক্রান্ত হলেন বসিরহাট পিফাঁ পঞ্চায়েতের দেভোগ গ্রামের বাসিন্দা আরিফা বিবি। অভিযোগ, এ দিন সকালে মাঠে ঘাস তুলতে যাওয়ার সময় তৃণমূলের দুই কর্মী রবিউল মোল্লা ও রফিকুল মণ্ডল তাকে মারধর করে। আরও পড়ুন আগে তৃণমূল ছিলেন, এখন নির্দল নির্যাতিতার স্বামী আরিফা বলেন, "কেন আমি তৃণমূলকে ভোট দিইনি, এটাই আমার অপরাধ।" নিজেদের কংগ্রেস কর্মী বলে পরিচয় দিয়ে আরিফা জানান, মনোনয়ন পর্ব থেকেই তাঁদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছিল। তবে এ ভাবে মারধর করা হবে, এমন আশঙ্কা কখনও করেননি। মারধরের জেরে আরিফা গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় বাসিন্দারাই তাঁকে হাসপাতালে ভর্তি করেন। রবিউল ও রফিকুলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আরিফা। তবে তারা পলাতক বলে জানিয়েছে পুলিশ।