শেষ আপডেট: 19th August 2023 07:42
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: প্রেমিকের বাড়ি থেকেই উদ্ধার হল প্রেমিকার ঝুলন্ত দেহ। খুন না আত্মহত্যা, এই নিয়ে ধন্দে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক প্রেমিক। তাঁকে না পেয়ে তাঁর বাড়ির দু'জন সদস্যকে আটক করে পুলিশ (Basirhat Death Case)।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা বসিরহাটের মাটিয়া থানার শ্রীনগর মাটিয়া গ্রাম পঞ্চায়েতের তেঁতুলতলা এলাকার। পুলিশ সূত্রে খবর, মাটিয়া থানার তেঁতুলতলা এলাকার রাইমা খাতুন (৩২) প্রতিবেশী যুবক হাবিব মল্লিকের সঙ্গে ভালবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন। দীর্ঘদিনের সম্পর্ক দু'জনের। এমনকী রাইমা ৩ মাসের অন্তঃসত্ত্বাও পড়েন। তারপরই হাবিবকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করেন তিনি।
প্রথমে বিয়ের জন্য রাজি ছিলেন না হাবিব। পরে অবশ্য নিমরাজি হন তিনি। তারপরই দুই বাড়ির মধ্যে বিয়ের কথাবার্তা শুরু হয়। কিন্তু তারমধ্যেই শুক্রবার ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার হাবিবের বাড়ির অন্য সদস্যরা ছিলেন না। তখন হাবিবের বাড়ি যান রাইমা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাটিয়া থানার পুলিশ। তারাই দেহ উদ্ধার করে বসিরহাট থানায় ময়নাতদন্তের জন্য পাঠায়। কী কারণে রাইমার মৃত্যু হল, তা তদন্ত শুরু করেছে পুলিশ। খুন না আত্মহত্যা, সেটাই খতিয়ে দেখছে তারা।
আরও পড়ুন: সেক্সে না বলতেই প্রেমিকার গলায় স্ক্রু-ড্রাইভার ঢুকিয়ে দিয়ে পালাল প্রেমিক