শেষ আপডেট: 30th July 2023 07:36
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ফের রাজ্যে বোমার আঘাতে আহত হল এক শিশু। পঞ্চায়েত নির্বাচন পর্বে পরপর এমন ঘটনা সামনে এসেছে। ভোট মিটে গেছে, তবুও এমন ঘটনা ঘটেই চলেছে। এবার বসিরহাটের চতুর্থ শ্রেণির এক ছাত্র বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে (Basirhat Bomb Blast) আহত হয়েছে, বলে খবর। হাসপাতাল সূত্রে খবর, বোমার আঘাতে হাত উড়ে গেছে ওই ছাত্রের।
স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালবেলা বাড়ির কাছে খেলছিল ওই শিশু। সেখানেই একটি বোমা পড়েছিল। শিশুটি বল ভেবে সেই বোমা হাতে তুলে নেয়। সঙ্গে সঙ্গেই সেটি বিকট শব্দ করে ফেটে যায়। বোমার শব্দ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। দেখতে পান চারিদিক ধোঁয়ায় ঢেকে গেছে, আর যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। রক্তে ভরে গেছে তার সারা শরীর।
তৎক্ষণাৎ ওই শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও অবস্থার অবনতি ঘটায় তাঁকে কলকাতার আরজিকর হাসপাতালে স্থানাতরিত করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তার। হাসপাতাল সূত্রে খবর, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। একটি হাত গুরুতর জখম হয়েছিল। সেটা বাদ দেওয়া হয়েছে।
বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বসিরহাট থানার পুলিশ। পুলিশের অনুমান, রাতের অন্ধকারে কেউ বা কারা এই বোমা ফেলে গেছে। ওই জায়গায় আর কোনও বোমা পাওয়া যায়নি। তবে এই ঘটনার পিছনে কারা জড়িত আছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।
আরও পড়ুন: বাড়ির দেওয়ালে ফাটল! আতঙ্ক বৈদ্যবাটির খালপাড়ে, দেখুন ভিডিও