শেষ আপডেট: 30th April 2022 07:51
দ্য ওয়াল ব্যুরো: রাতের অন্ধকারে বাড়ির হাঁস, ছাগল, মুরগি উধাও হয়ে যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। কিংবা সকালে বাড়ির সামনে মিলছিল মৃত অবস্থায়। কেন এমন ঘটছে? কারণ খুঁজতে হয়রান হচ্ছিল গ্রামবাসীরা। তাই রাত জেগে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। তাতেই ঘটে বিপত্তি! বাঘরোল জাতীয় জন্তুর আক্রমণে আহত হন গ্রামবাসীরা (Basirhat)।
ঘটনাটি বসিরহাটে বাদুড়িয়া থানার অন্তর্গত নয়াবস্তিয়া মিলন গ্রাম পঞ্চায়েতের মেদিয়া গ্রামের। জানা গেছে, গ্রামবাসীরা সকাল হতেই বাড়ির পাশে দেখতে পাচ্ছিলেন ছাগল মরে পড়ে আছে কিংবা হাঁস-মুরগি নিখোঁজ হয়ে গেছে। রাত জেগে পাহারা দিয়েই রহস্য উদ্ঘাটন করলেন গ্রামবাসীরা।
জানতে পারলেন, বাঘরোল জাতীয় এক জন্তু রাতের অন্ধকারে খাবারের সন্ধানে বেরোয়। তার কবলে পড়েই উধাও হচ্ছে হাঁস-মুরগি-ছাগল। গ্রামবাসীরা প্রতিরোধ করতে গিয়েই বিপত্তি ঘটে। গ্রামবাসীদের ওপর পাল্টা আক্রমণ করে জন্তুটি। সেই আক্রমণেই আহত হন মহিলা সহ সাত জন।
পশুটিকে দেখতে কেমন? স্থানীয় সূত্রে খবর, দেখতে অনেকটা বাগরোলের মতই। তবে কেউ কেউ আবার বলছেন, কুকুর হওয়ার সম্ভাবনাও রয়েছে। আক্রান্তদের বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। বন দফতরকে খবর দেওয়া হয়েছে। এলাকায় কোন জন্তুর এমন দাপট দেখা দিয়েছে তা এখনও অজানা।
সরকারি জমিতে দোকান ঘর তৈরি করে বিক্রি, সোনারপুরের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সরব দলেরই একাংশ