শেষ আপডেট: 26th September 2023 10:33
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ধানখেতে মিলল এক বধুর দেহ (Basanti Wife Death)। পাশ থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হল তাঁর শিশুকন্যাকে। এই ঘটনা ঘিরে মঙ্গলবার সকালে তুমুল চাঞ্চল্য ছড়ায় বাসন্তী থানা এলাকায় আমঝাড়া পঞ্চায়েতের ৮ নম্বর তিতকুমার গ্রামে। বছর ২৫ এর ওই বধূর দেহ ময়নাতদন্তে পাঠায় বাসন্তী থানার পুলিশ।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে তিতকুমার গ্রামের বাসিন্দা ওই মহিলার বিয়ে হয়েছিল জীবনতলার গায়েনপাড়া গ্রামে। দম্পতির দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। সোমবার সন্ধে নাগাদ তিতকুমার গ্রামের বাপের বাড়ি থেকে ছোট মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ির পথে রওনা হয়েছিলেন ওই বধূ।
স্থানীয় মানুষজন এমন দৃশ্য দেখে বাসন্তী থানার শিমূলতলা ফাঁড়িতে খবর দেন। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তড়িঘড়ি ওই কন্যাশিশুকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠায়। মৃত বধুর বাবা বলেন, “মেয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য সোমবার সন্ধ্যায় বেরিয়েছিল। মঙ্গলবার সকালে বাড়ির অদূরে মেয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখেন গ্রামের লোকজন। মেয়ের পাশে ছোট্ট নাতনিও পড়েছিল। কীভাবে মৃত্যু হল বুঝতে পারছি না।”
বাসিন্দাদের দাবি, তিতকুমার গ্রামের কসব পাইক তাঁর ধানখেতে ইঁদুর মারার জন্য বিদ্যুতের তার দিয়ে ঘিরে দিয়েছিল। তার জেরেই এমন মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। তবে মা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল! অথচ শিশুটি মায়ের কোলের কাছে কীভাবে পড়ে রইল, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: সাইবার প্রতারকদের ফাঁদে এবার ব্যাঙ্ক ম্যানেজার! তথ্য শেয়ার না করেই খোয়ালেন দু’লক্ষ