শেষ আপডেট: 9th August 2023 09:36
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ফের তেতে উঠল বাসন্তী (Basanti) । বুধবার বোর্ড গঠনের দিন আক্রান্ত হলেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান শ্রীদাম মণ্ডল। দুষ্কৃতীরা ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে তাঁকে। শ্রীধামবাবুর স্ত্রী পারুল মণ্ডল এদিনই প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। তারপরেই এই হামলা হয় বলে জানা গেছে।
অভিযোগ, এসময় কয়েকজন দুষ্কৃতী অস্ত্র নিয়ে তাঁর উপরে ঝাঁপিয়ে পড়েন। এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে। তাঁর আর্তনাদ শুনে দলের কর্মীরা ছুটে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে আহত নেতাকে বাসন্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে পাঠানো হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। শ্রীদামবাবুর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।
তৃণমূল নেতার উপর হামলার পরেই উত্তেজিত জনতা অভিযুক্ত রাহিদ খান নামে এক যুবকের বাড়িতে চড়াও হয়। তার বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। তৃণমূলের তরফ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এসডিপিও দিবাকর দাসের নেতৃত্বে পুলিশের টহল চলছে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি।
বাসন্তী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন শ্রীদাম। এবার নতুন বোর্ড গঠনের পর প্রধান হয়েছেন তাঁর স্ত্রী পারুল। তারপরেই এই হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, “আমাদের দলের কর্মীকে পরিকল্পিতভাবে হত্যা করার চেষ্টা করেছে আরএসপি।” তবে আরএসপির তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। বাসন্তীর প্রাক্তন বিধায়ক সুভাষ নস্কর বলেন, “নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে আরএসপির কোনও যোগ নেই।”
আরও পড়ুন: ডাক্তার দেখাতে গিয়ে নিখোঁজ, সকালে দেহ উদ্ধার ধান খেতের ধারে! আউশগ্রামে মহিলার রহস্যমৃত্যু