শেষ আপডেট: 20th June 2023 10:21
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ফের অশান্ত হয়ে উঠল বাসন্তী। সোমবার রাত থেকে শুরু হয় বাড়ি ভাঙচুর-মারধর-বোমাবাজি। নির্ঘুম রাত কাটালেন এলাকার মানুষ।
সোমবার রাতে কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের গাজিপাড়াতে বচসায় জড়িয়ে পড়ে দু-দল। মুড়িমুড়কির মতো বোমা পড়তে শুরু করে। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। তাঁরা জানান, একাধিক বাড়িতে ভাঙচুর চালানো হয়। ভাঙা হয় বেশ কয়েকটি গাড়ি। গাড়িগুলি ভেঙে পুকুরে ফেলে দেওয়া হয়।
যুব তৃণমূলের অভিযোগ, তাদের সদস্যদের ওপরে হামলা চালায় মাদার তৃণমূলের লোকজন। সেই হামলার মাথা ফাটে দুই যুব তৃণমূল কর্মীর। এছাড়াও আরও বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী। বাড়ি বাড়ি ঢুকে ব্যাপক ধরপাকড় চালায়। মোট ন’জনকে গ্রেফতার করেছে পুলিশ। আক্রান্তদের চিকিৎসার জন্য রাতেই নিয়ে আসা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে।
মঙ্গলবারও এলাকা পুরো থমথমে। বিভিন্ন বাড়িতে ভাঙা জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। যুব তৃণমূল নেতা আমানউল্লাহ লস্করের অভিযোগ, মাদার তৃণমূলের লোকজনই এলাকায় সন্ত্রাস চালিয়েছে। বাড়িঘর ভাঙচুর করে মারধর করেছে যুব তৃণমূলের কর্মীদের। এলাকায় বোমাবাজিও করেছে।
যদিও বাসন্তী ব্লকের মাদার তৃণমূল নেতা আব্দুল মান্নান ওরফে মন্টু গাজি অশান্তির সমস্ত দায় চাপিয়েছেন আমানুল্লাহ লস্করের গোষ্ঠীর উপর। তাঁর দাবি, এলাকা নিজেদের দখলে রাখলে যুব তৃণমূলের লোকজনই গন্ডগোল পাকায়। নতুন করে যাতে আর অশান্তি না বাঁধে তারজন্য মঙ্গলবার সকাল থেকে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
বড়ঞায় রক্ত ঝরল, প্রতীক জমা দিতে গিয়ে আক্রান্ত কংগ্রেস কর্মী! অভিযোগ তৃণমূলের দিকে