শেষ আপডেট: 17th September 2023 13:13
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: অনলাইনে পঞ্চায়েত প্রধান নির্বাচন হয়ে গিয়েছে, এমন গুজব ছড়িয়ে পড়েছিল। এরপরেই রবিবার দুপুরের উত্তপ্ত হয়ে উঠল বাসন্তীর (Basanti Chaos) কাঁঠালবেড়িয়া পঞ্চায়েত এলাকা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচন পর্ব মিটতেই বাসন্তী ব্লকের বিভিন্ন পঞ্চায়েত বোর্ড গঠন হয়ে গিয়েছে। কোনও এক অজ্ঞাত কারণে এখনও কাঁঠালবেড়িয়া পঞ্চায়েত বোর্ড গঠন হয়নি। কাঁঠালবেড়িয়া পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ২৬। যুব তৃণমূল কংগ্রেস ৬, নির্দল ৮ এবং মাদার তৃণমূল কংগ্রেস ১২টি আসনে জয়লাভ করে। কার হাতে পঞ্চায়েতের ক্ষমতা থাকবে এই নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় তরজা।
রবিবার দুপুরে কাঁঠালবেড়িয়া পঞ্চায়েতে এলাকায় গুজব ছড়ায় অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে যুব তৃণমূল কংগ্রেস নেতা আমানুল্লা লস্করকে প্রধান করা হয়েছে।
অভিযোগ, এর পরে যুব তৃণমূল কংগ্রেস আশ্রিত দশ বা বারো জন দুষ্কৃতী পূর্ব ভাঙনখালির ৮৪ নম্বর বুথের লস্কর পাড়া এলাকায় মাদার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বাড়িতে চড়াও হয়। তাদের লাঠি, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাদের মোকাবিলা করতে মাদার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা পাল্টা হামলা চালায়। ঘটনায় গুরুতর জখম হন তৃণমূলের মাদার গোষ্ঠীর বেশ কয়েকজন। পুলিশ জখমদের উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।
অন্যদিকে যুব তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের অটো করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেই সময় নাকি কলতলা এলাকায় মাদার তৃণমূলের কয়েকজন তাঁদের উপর চড়াও হয়। অটোতে ভাঙচুর করে বলে অভিযোগ। পরে পুলিশের হস্তক্ষেপে জখম যুব তৃণমূল কর্মী সমর্থকরা ক্যানিং মহকুমা হাসপাতালে পৌঁছায়।
বাসন্তী ব্লক মাদার তৃণমূল নেতা রাজা গাজীর অনুগামী সিরাজ উদ্দিন সরদারের দাবি, 'যুব তৃণমূল নেতা আমানুল্লা লস্করের নেতৃত্বে কিছু দুষ্কৃতী প্রতিনিয়ত এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করছে। এদিন আমাদের কর্মী সমর্থকদের বাড়িতে চড়াও হয়ে লাঠি, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে। আমার পাল্টা প্রতিরোধ গড়ে তুলি। আমাদের পঞ্চায়েত সদস্য সহ মোট ৫ জন কর্মী সমর্থক গুরুতর জখম হয়েছে।’
অন্যদিকে আক্রান্ত যুব তৃণমূল কর্মী সমর্থক সৈদুল মোল্লার দাবি, 'মাদার তৃণমূল কংগ্রেসের রাজা গাজি ও সিরাজ সরদারের নেতৃত্বে পনেরো কুড়ি জন দুষ্কৃতী আচমকা আমাদের উপর চড়াও হয়ে মারধর শুরু করে।' তবে বিষয়টি নিয়ে বাসন্তী ব্লকের শাসক দলের শীর্ষ নেতৃত্ব কোনও মন্তব্য করেনি।
আরও পড়ুন: ফের ভাঙড়ে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করল পুলিশ, ধৃত আইএসএফ কর্মী