শেষ আপডেট: 24th September 2023 02:14
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: সকাল থেকে টানা বৃষ্টি (rain)! আর সেই বৃষ্টির জেরেই এবারও জলমগ্ন হয়ে পড়ল বারুইপুর (Baruipur waterlogged) এবং রাজপুর-সোনারপুর পুরসভা এলাকার বিভিন্ন অংশ। কর্পোরেশন থেকে পঞ্চায়েত এলাকা—সর্বত্র একই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। কেন এই সমস্যা দূর করা যাচ্ছে না, কেন ফি বছর এই যন্ত্রণার শিকার হতে হচ্ছে সবাইকে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা।
এবছরেই বারুইপুরের পঞ্চাননতলা থেকে অক্ষয় সংঘ পর্যন্ত রাস্তা উঁচু করা হয়েছে। কিন্তু তাতেও জল জমার সমস্যা দূর হয়নি। এমনকী নর্দমাগুলিও এমনভাবে বুজে গিয়েছে যে, রাস্তার জল ছাপিয়ে দু’দিকে বাড়িতে জল ঢুকে গিয়েছে। বাধ্য হয়ে ওই নোংরা জলেই পা ডুবিয়ে যাতায়াত করতে হচ্ছে মানুষকে। কোথাও কোথাও জল জমে পচা দুর্গন্ধও বের হচ্ছে। কয়েকটি পঞ্চায়েত এলাকায় হাঁটুসমান জল জমে আছে। সবমিলিয়ে জল জমার সমস্যায় রীতিমতো নাজেহাল বাসিন্দারা।
এদিকে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের রাস্তায় জল জমে এমনই দুরাবস্থা যে, প্রতিবাদে রাস্তায় ধানের চারা রোপণ করে সেখানে রাস্তা অবরোধ করল এসইউসিআই। সূত্রের খবর, মথুরাপুরের ব্যস্ততম বাজার এলাকার রাস্তার হাল খুবই খারাপ। চারদিকে খানাখন্দ ভর্তি। অবস্থা এমনই সঙ্গীন যে, যে কোনওদিন গাড়ি উল্টে গিয়ে বড় বিপদ ঘটতে পারে। অভিযোগ, প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হচ্ছে না। তাই এমন প্রতীকী প্রতিবাদ জানিয়েই বিক্ষোভ প্রদর্শন করা হল। প্রায় ১ ঘণ্টা ধরে অবরোধ চলে সেখানে। এসইউসিআইয়ের বক্তব্য, অবিলম্বে এই বেহাল রাস্তা মেরামত করতে হবে প্রশাসন। পাশাপাশি, নিকাশি ব্যবস্থাও উন্নত করতে হবে।
বালুরঘাটে নিজের সার্ভিস রিভলভার থেকে একনাগাড়ে গুলি চালিয়ে আত্মঘাতী বিএসএফ জওয়ান