শেষ আপডেট: 30th July 2023 08:47
দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগেই বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছিল হাওড়ার মঙ্গলাহাট। শনিবার রাতে সেই স্মৃতি ফিরল বারুইপুরে। সেখানকার এক প্লাস্টিক কারখানায় রাত ৯টা নাগাদ ভয়াবহ আগুন লাগে (Baruipur Plastic factory Fire)। তারপর ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
স্থানীয় সূত্রে খবর, বারুইপুরের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচঘোড়া মোড়ে একটি প্লাস্টিকের কারখানায় আচমকাই আগুন লেগে যায় শনিবার রাতে। সেই আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
প্রথমে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। রাত গড়ালে আগুনের দাপটের সঙ্গে বাড়তে থাকে দমকলের সংখ্যা। দমকলের ১৫-১৬টি ইঞ্জিন ঘুরিয়ে ফিরিয়ে আগুন নেভানোর চেষ্টা করে চলেছে। কারখানায় দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।
কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে পুজোর মুখে কাজ হারানোর আশঙ্কায় ভুগছেন ওই কারখানার কর্মীরা। জানা গেছে, ২৪ ঘণ্টাই এই কারখানায় কাজ চলে। বারুইপুর, মল্লিকপুর, সুভাষগ্রাম, চম্পাহাটি এলাকার প্রায় ৩ হাজার কর্মী এখানে কাজ করেন।
মাসের শেষে এমন ঘটনা ঘটায় মাইনেটুকু পাবেন কিনা সেই নিয়েই উদ্বিগ্ন কর্মীরা। শুধু তাই নয়, পুজোর মুখে নতুন কাজ পাওয়া নিয়েও চিন্তায় পড়েছেন তাঁরা। দমকল সূত্রে খবর, এখন যা অবস্থা আগুন নিয়ন্ত্রণে আনতে রবিবার সারাদিন লেগে যেতে পারে।
আরও পড়ুন: ফের রক্তাক্ত শৈশব, বল ভেবে খেলতে দিয়ে বোমা ফেটে আহত বসিরহাটের শিশু