শেষ আপডেট: 14th June 2022 03:00
দ্য ওয়াল ব্যুরো: করোনার প্রকোপে বছর দুয়েক ঠিকমতো পরীক্ষা হয়নি। এবছর সেসব কাটিয়ে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Students) দিতে বসেছিল রাজ্যের পড়ুয়ারা। সেই পরীক্ষার ফলও প্রকাশিত। কিন্তু মাধ্যমিক পাশ করার পর ছেলেমেয়েদের জ্ঞানের ভাণ্ডার কতটা পূর্ণ হয়েছে তা নিয়ে সংশয় আছে। বর্ধমানের (Bardhaman) ঘটনা আরও একবার তুলে দিয়েছে সেই প্রশ্ন।
বর্ধমান মহকুমা শাসকের অফিসে সার্টিফিকেট নিতে গিয়েছিল সদ্য মাধ্যমিক পাশ করা এক ছাত্র। ইতিহাসের খুব সাধারণ, স্বাভাবিক প্রশ্নের উত্তরও নাকি দিতে পারেনি সে। চিনতেই পারেনি মহাত্মা গান্ধী কিংবা নেতাজি সুভাষচন্দ্র বসুকে।
জানা গেছে, বর্ধমান মহকুমা আধিকারিকের অফিসে এক শীর্ষ আধিকারিক ছাত্রটি মাধ্যমিক পাশ শুনে কৌতূহল বশতই জিজ্ঞেস করেছিলেন আমাদের দেশ কবে স্বাধীন হয়েছিল? উত্তর দিতে পারেনি ছাত্রটি। উল্টে ফ্যালফ্যাল করে চেয়ে ছিল প্রশ্নকর্তার দিকে।
শুধু তাই নয়, এরপর নেতাজি, মহাত্মা গান্ধীর মতো ব্যক্তিত্বের নাম করে তাঁকে প্রশ্ন করা হয় তাঁরা কারা? সে প্রশ্নের উত্তরও দিতে পারেনি ওই ছাত্র। কেবল বলেছে, ইতিহাস বইতে এঁদের কথা রয়েছে।
এই পরিস্থিতির জন্য বর্তমানের শিক্ষাব্যবস্থাকেই কাঠগড়ায় তুলছেন শিক্ষাবিদরা। কোভিডের কারণে লকডাউনে শিক্ষার অগ্রগতি তলানি ঠেকেছিল। অনলাইনে পড়াশোনা চলেছে, সেসব ক্লাস করতেই পারেনি রাজ্যের সিংহভাগ পড়ুয়া। অনলাইন ক্লাস অনেকেরই সামর্থ্যের মধ্যে ছিল না। ফলে পড়াশোনা এতটুকুও এগোয়নি। তার জেরেই মাধ্যমিক পাশ ছাত্রের সাধারণ জ্ঞানের এই হাল বলে আক্ষেপ করছেন শিক্ষাবিদরা। তাঁদের কথায়, এসব ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার।