শেষ আপডেট: 5th June 2022 04:50
দ্য ওয়াল ব্যুরো: এবছর মাধ্যমিকে নবম স্থান অধিকার করেছে বর্ধমানের (Bardhaman) সৌরথ দে। তার প্রাপ্ত নম্বর ৭০০-র মধ্যে ৬৮৫। কিন্তু এই নম্বর পেয়ে মোটেই খুশি হতে পারছে না সৌরথ কিংবা তার পরিবার (Madhyamik)। তিনটি বিষয়ে নম্বর আরও বাড়বে বলে ধারণা তাঁদের। ফলে ওই নির্দিষ্ট তিন বিষয়ের খাতা রিভিউ করাতে দিচ্ছে সৌরথ।
আরও পড়ুন: ও পজিটিভের রোগী পেলেন বি পজিটিভ রক্ত! রামপুরহাট মেডিক্যালে মারাত্মক ভুল
সৌরথের বক্তব্য, মাধ্যমিকের আগে টেস্টে ৬৯০ পেয়েছিল সে। মাধ্যমিকে সেই নম্বর আরও বেশি হওয়া উচিত ছিল (Bardhaman)। ভূগোল, ইতিহাস আর ইংরেজিতে আরও কিছু নম্বর বাড়বে বলে মনে করছে সৌরথ। সেই কারণেই ওই তিন বিষয়ে খাতা রিভিউ করাতে দিচ্ছে সে।
মাধ্যমিকে ভূগোলে ৯৯ পেয়েছে সৌরথ। ইংরেজিতে পেয়েছে ৯৬ (Bardhaman)। আর ইতিহাসে সৌরথের প্রাপ্ত নম্বর ৯২। এতেই মোট প্রাপ্ত নম্বরে প্রভাব পড়েছে বলে মত সৌরথ ও তার পরিবারের। তাই এই তিন বিষয়ে রিভিউ চায় তারা।
কত নম্বর বাড়বে বলে মনে করছে সৌরথ?
সংবাদমাধ্যমকে সে জানিয়েছে ভূগোলে ১০০-য় ১০০ পাওয়ার কথা ছিল তার। এছাড়া ইতিহাসে ৯৮ এবং ইংরেজিতে ৯৯ পাওয়ার যোগ্য সে। নম্বর বাড়ানোর জন্য তাই খাতা রিভিউ করতে দিচ্ছে সৌরথ।
সৌরথ দে-র বাবা সৌগত দে নবান্নে কাজ করেন। মা গৃহবধূ। ছেলের নম্বর আরও বাড়বে বলে আশাবাদী তাঁরা দুজনেই।