শেষ আপডেট: 8th April 2023 05:11
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: শনিবার সাতসকালে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল (Bardhaman Accident)। মোটর ভ্যানকে পিছনে থেকে ধাক্কা মারে একটি ট্রাক। দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আরও ২ জন গুরুতর আহত।
স্থানীয় সূত্রে খবর, বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের মিরছোবার কাছে এদিন সকালে একটি যাত্রীবাহী মোটর ভ্যানকে ধাক্কা মারে একটি ট্রাক। ওই মোটর ভ্যানে থাকা যাত্রীরা ছিটকে পড়েন রাস্তায়। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান দু'জন। আহত দু'জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনা ঘটার বেশ কিছুক্ষণ পরে পুলিশ আসে। বর্ধমান দুর্গাপুর ও বর্ধমান ডানকুনি ২ লেনের রাস্তায় বসে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁদের দাবি, বেপরোয়াভাবে ট্রাক চলাচল করে ওই রাস্তায়। পুলিশ এই বিষয়ে উদাসীন।
ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান থানার বিশাল পুলিশ। স্থানীয়দের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পরেই বিক্ষোভ ওঠে।
পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম শেখ কিরণ এবং শেখ বাপি। পুলিশ মৃতদেহ দু'টি উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠায়। ঘাতক ট্রাকটি পলাতক। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর রাসবিহারী হালদার। তিনিও কথা বলেন স্থানীয়দের সঙ্গে। মৃত পরিবার ও আহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
হাঁসখালির তৃণমূল নেতা খুনে গ্রেফতার এক, মোটিভ নিয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ