শেষ আপডেট: 1st July 2022 09:10
দ্য ওয়াল ব্যুরো: চারতলা আবাসন থেকে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম গৌরিশঙ্কর ঘোষ। তাঁর বয়স ৭০ বছর। এটি দুর্ঘটনা না আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ (Baranagar)।
ঘটনাটি ঘটেছে বরানগর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়া এলাকায়। সেখানেই চারতলা আবাসনের ছাদ থেকে পড়ে যান ওই বৃদ্ধ। স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে ওই আবাসনের ছাদে গিয়েছিলেন তিনি। কিছুক্ষণ পর বিকট শব্দ হয়। চমকে ওঠেন সকলে।
এলাকার মানুষজন ছুটে এসে দেখেন, আবাসনের নীচে পড়ে আছেন বৃদ্ধ গৌরিশঙ্কর। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কামারহাটি সাগরদত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কীভাবে ছাদ থেকে বৃদ্ধ পড়ে গেলেন তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। দুর্ঘটনা না নিজে থেকেই ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন, নাকি এর পিছনে আরও বড় কোনও ষড়যন্ত্র লুকিয়ে আছে, সেই প্রশ্ন উঠেছে। তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ।
আরও পড়ুন: গেজেটেড অফিসারের সই জাল করে আধার কার্ড! খাস কলকাতায় রমরমিয়ে চলছিল প্রতারণাচক্র