শেষ আপডেট: 29th April 2023 01:41
প্রেমের সম্পর্ক মানেনি পরিবার, বিয়ের আগের দিন চরম পদক্ষেপ ছাতনার যুগলের
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক মেনে নেয়নি দু'জনের পরিবার। কিন্তু নিজেরাও ঠিক করেছিলেন যতদিন বাঁচবেন, কেউ অন্য কারও হবেন না। তাই জীবিত অবস্থায় সম্ভব না হলেও মৃত্যু মিলিয়ে দিল ওই হতভাগ্য প্রেমিক-প্রেমিকাকে (lover)। জানা গিয়েছে, শনিবার সকালে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন দু'জন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) ছাতনা থানা এলাকার আড়রা গ্রাম পঞ্চায়েতের বনগ্রাম এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, বনগ্রামের বাসিন্দা ওই দুই যুবক-যুবতীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। কিন্তু দুই পরিবারের কেউই বিষয়টি মেনে নেয়নি। এরপরই রিয়ার পরিবার অন্যত্র তাঁর বিয়ে ঠিক করে। জানা গিয়েছে, আগামীকাল গায়ে হলুদ ও সোমবার বিয়ের অনুষ্ঠান ছিল। কিন্তু তাঁদের যেন কেউ আলাদা করতে না পারে, তাই বিয়ের আগেই প্রেমিক-প্রেমিকা চরম পদক্ষেপ নেন।
শনিবার সকালে বাঁকুড়া-ছাতনা রেল লাইনে ট্রেনের সামনে একসঙ্গে ঝাঁপ দেন দু'জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ছাতনা থানার পুলিশ। দু'জনের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। এর পাশাপাশি মৃতদেহ দু'টি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর।
ওঝার উপর ভরসা রেখে বাঁকুড়ায় প্রাণ গেল সাপে কাটা বধূর, মাতৃদুগ্ধ পানে অসুস্থ শিশুও