শেষ আপডেট: 11th January 2022 16:48
দ্য ওয়াল ব্যুরো: আইসিডিএস স্কুলের বিরুদ্ধে প্লাস্টিকের চাল দেওয়ার অভিযোগ উঠল বাঁকুড়ায়। সেই চাল হাতে পেয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা। অভিযোগ, গত দু’সপ্তাহ ধরে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের সংগ্রামপুর গ্রাম ও পাত্রসায়ের ব্লকের নাড়িচা গ্রামের আইসিডিএস থেকে নিম্নমানের চাল দেওয়া হচ্ছে। গ্রামবাসীরা বলছেন ওই চালে মেশানো আছে প্লাস্টিকের চাল। চালকে আগুনে পুড়িয়ে, জলে দিয়ে নানারকম পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন তাঁরা, তারপরেই উঠেছে এমন দাবি। চালগুলি গরম জলে ফোটালে নাকি ভেসে উঠছে, লম্বা আর পিচ্ছিল হয়ে যাচ্ছে। আঠার মতো চ্যাটচ্যাট করছে। আগুনে দিলে প্লাস্টিকের মতোই গলে যাচ্ছে। এই চাল খাওয়ার যোগ্যই নয় বলে জানিয়েছেন তাঁরা। এমন চাল খেলে বাচ্চাদের অসুখ অবধারিত। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন গ্রামবাসীরা। চালে সত্যিই প্লাস্টিক মিশে আছে কিনা অনেকেই অবশ্য নিশ্চিত হতে পারেননি। তবে এই চাল যে সাধারণ নয়, এতে যে কিছু ভেজাল আছে তা নিয়ে সন্দেহ নেই কোনও। গদারডিহি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন, সব আইসিডিএস থেকে এই অভিযোগ আসেনি। যাঁরা অভিযোগ করেছেন, সেই চাল আগে খতিয়ে দেখতে হবে। তার আগে কিছু বলা সম্ভব নয়। বিষ্ণুপুরের বিধায়ক সৌমিত্র খাঁ জানিয়েছেন, এই প্লাস্টিকের চালের জন্য দায়ী জেলাশাসক। বাঁকুড়ার জেলা স্তরের আধিকারিকরা সকলেই দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেছে তিনি।