শেষ আপডেট: 25th August 2023 03:27
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: ডায়েরিয়ার (Diarrhea) প্রকোপে বাঁকুড়ায় (Bankura) গত ৫দিনে ৩ জনের মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি, ছাতনার তাঁতিপুকুর এলাকায়। ডায়েরিয়ার প্রকোপে আক্রান্ত এলাকার আরও প্রায় ২৫ জন। ঘটনার জেরে এলাকার বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৭ অগস্ট থেকে এলাকায় দেখা দিয়েছে ডায়েরিয়ার (Diarrhea) প্রকোপ। জ্বর, বমির মতো উপসর্গ দেখা দিয়েছে আক্রান্তদের। বাসিন্দারা জানাচ্ছেন, খাবার জল থেকে সংক্রমণের জেরেই একসঙ্গে এলাকার এতজন ডায়েরিরায় প্রকোপে আক্রান্ত হয়েছেন। বাসিন্দাদের দাবি, ডায়েরিয়ার প্রকোপেই এলাকার তিনজনের মৃত্যু হয়েছে গত পাঁচ দিনে। একই সঙ্গে হাসপাতালে ভর্তি আরও ১০-১২ জন। গোটা ঘটনাকে ঘিরে এলাকার বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আতঙ্কে জল খেতেও ভয় পাচ্ছেন বাসিন্দারা।
খবর পেয়ে ইতিমধ্যে ছাতনার তাঁতিপুকুর এলাকায় পৌঁছেছে মেডিক্যাল টিম। স্বাস্থ্য দফতরের তরফে আশা কর্মীরা এলাকায় ওষুধ, ওআরএস, ব্লিচিং পাউডার বিলি করছেন। স্বাস্থ্য দফতরের তরফে গ্রামবাসীদের পুকুর ও নলকূপের জল ব্যবহারে নিষেধ করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে এলাকার বিলি করা হচ্ছে জলের পাউচ। একই সঙ্গে এলাকার বাসিন্দাদের এলাকা পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য দফতরের কর্তারা।
এলাকা পরিদর্শনের পর স্বাস্থ্য দফতরের প্রাথমিক অনুমান, খাবার জল থেকেই সংক্রমণ ছড়িয়ে থাকতে পারে। তবে ঘটনাকে ঘিরে বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য কর্তারা। তাঁরা বলছেন, বর্ষাকালে এই ধরনের প্রকোপ দেখা যায়। তাই জলবাহিত রোগের প্রকোপ থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: মেখলিগঞ্জে খুলল না পঞ্চায়েতের ফুটেজ, কলকাতায় মামলা স্থানান্তর করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়