শেষ আপডেট: 23rd September 2022 08:05
গাইঘাটায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু! 'স্লো পয়জন' দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনার গাইঘাটার এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু (Unnatural Death) ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। মৃত মহিলার বাপের বাড়ির লোকজনের অভিযোগ, বিষ খাইয়ে তাঁকে খুন করেছেন তাঁর স্বামী! পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর (Bangaon) গাইঘাটার আমকোলা এলাকায়। জানা গেছে, মৃতার নাম অর্পিতা। বছর ছ'য়েক আগে রাকেশ নামে এক যুবকের সঙ্গে প্রেম করে বিয়ে হয় অর্পিতার। অভিযোগ, বিয়ের পর থেকেই দু'জনের মধ্যে নানা কারণ নিয়ে অশান্তি লেগেই থাকত। এমনকি রাকেশ ও তাঁর বাড়ির লোক মিলে অর্পিতার ওপর অত্যাচারও করত বলে অভিযোগ।
জানা গেছে বৃহস্পতিবার অর্পিতাকে অসুস্থ অবস্থায় তাঁর বাপের বাড়ি রেখে আসেন রাকেশ। অর্পিতার অসুস্থতা বাড়ায় তাঁকে বনগাঁ মহাকুমা হাসপাতালে। ভর্তি করা হয়। সেখানেই রাতে মৃত্যু হয় তাঁর। অভিযোগ, অর্পিতার শ্বশুরবাড়ির লোকেরা তাঁর দেহ বাড়ি নিয়ে এসে সকালে দাহ করে দেওয়ার পরিকল্পনা করে। কিন্তু খবর পেয়ে তাঁর বাপের বাড়ির লোকেরা এসে রুখে দাঁড়ান। যা নিয়ে দুই পরিবারের মধ্যে ঝামেলা বাধে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ। তারাই অর্পিতার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অর্পিতার বাপের বাড়ির অভিযোগ, রাকেশ সম্প্রতি একটি অবৈধ সম্পর্কে জড়িয়েছিল। সেই নিয়ে অশান্তি লেগেই ছিল। তাদের দাবি, রাকেশই অর্পিতাকে 'স্লো পয়জন' দিয়েছে। তাতেই মৃত্যু হয়ে তাঁর। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।