শেষ আপডেট: 19 April 2022 22:36
দ্য ওয়াল ব্যুরো: ইতিহাস বোধহয় এমনই! কখন যে নতুন পথে বাঁক নিয়ে নেবে কেউ জানে না। এই যেমন জানা গেল, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু (Bangabandhu) শেখ মুজিবুর রহমানের (Sheikh Mujibur Rahman) সঙ্গে যোগ রয়েছে হুগলির শ্রীরামপুরের (Sreerampur)।
বঙ্গবন্ধুর (Bangabandhu) অসমাপ্ত আত্মজীবনীতে নাম রয়েছে শ্রীরামপুরের। হুগলির এই জনপদের কথা উল্লেখ করে তাতে লেখা রয়েছে উত্তাল সময়ে শ্রীরামপুরে এসেছিলেন বঙ্গবন্ধু।
আরও পড়ুন: কলকাতায় ঝেঁপে বৃষ্টি নামবে! বুধবার থেকেই কালবৈশাখীতে ভিজবে দক্ষিণবঙ্গ
তখন ১৯৪৬ সাল। ভারত-বাংলাদেশ (Bharat- Bangladesh) ভাগাভাগি হয়নি। এপারে সাম্প্রদায়িক হিংসা চলছে। সেই সময়ে নিখোঁজ হয়েছিলেন বঙ্গবন্ধুর ভাই। ভাইয়ের খোঁজে শ্রীরামপুরে এসে ছিলেন মুজিবুর রহমান। শ্রীরামপুর গোস্বামী পাড়ায় বঙ্গবন্ধুর আত্মীয়রা থাকতেন। অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু লিখে গিয়েছেন, সেই সময়ে শ্রীরামপুরে দাঙ্গার আগুনের আঁচ পড়েনি।
জিরাট কলেজের অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায় ইতিহাসের খোঁজে নেমে জানতে পারেন, বঙ্গবন্ধু এসেছিলেন হুগলির এই জনপদে। শুধু তা নয়, আত্মগোপনকালেও বঙ্গবন্ধু ছিলেন একদা ড্যানিশ উপনিবেশে।
বিষয়টি জেনেছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তথা মুজিব-কন্যা শেখ হাসিনাও (Sheikh Hasina)। তাঁর ঘনিষ্ঠ একটি সাংস্কৃতিক গোষ্ঠী হল ‘হাসুমণির পাঠশালা’। তাদের প্রতিনিধিরা আসতে পারেন ইতিহাস হাতড়াতে। তাঁদের বক্তব্য, বঙ্গবন্ধুর জীবনের নানা পর্বের সঙ্গে কলকাতা ও হাওড়ার যোগাযোগ বহুল প্রচলিত। সেই তুলনায় শ্রীরামপুরের যোগ প্রায় অজ্ঞাতই ছিল।
এ যেন ইতিহাসের মাইলফলক পাওয়া গেল। শ্রীরামপুর গোস্বামী পাড়া এলাকার বাসিন্দা বিশিষ্ট আইনজীবী অসীমেশ গোস্বামী বলেন,"বঙ্গবন্ধুর শ্রীরামপুর যোগের খবর পুলকিত হওয়ার মতো। এই শহরে স্যার উইলিয়াম কেরি, অক্ষয় কুমার দত্তের মতো অসংখ্য মহান মানুষের পা পড়েছিল। সেই তালিকায় যুক্ত হল বঙ্গবন্ধুর নাম।" তিনি এও বলেন, যে বাড়িটিতে বঙ্গবন্ধু এসেছিলেন তা চিহ্নিত করা গেলে আরও ভাল হতো। কিন্তু এখনও সেটা করা যায়নি।