শেষ আপডেট: 18th October 2024 18:28
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: দুদিন ধরে পরিবার মানসিক ভারসাম্যহীন মেয়েকে খুঁজে পাচ্ছিল না। খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছিল পরিবার। চারিদিকে খোঁজ করেও মেলেনি হদিশ। শুক্রবার অবশেষে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে পাওয়া গেল যুবতী মেয়ের দেহ। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে বালুরঘাট। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করেছে।
পরিবার সূত্রে জানাগিয়েছে, ২৫ বছরের ওই যুবতীর বাড়ি বালুরঘাটের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের শিবরামপুরে। মানসিক ভারসাম্যহীন হওয়ার সঙ্গে যুবতী মৃগী রোগে আক্রান্ত ছিলেন। বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। সেদিন থেকে পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি শুরু করেছিলেন। বৃহস্পতিবার সারাদিন তাঁর খোঁজ করতে থাকেন আত্মীয়রা। শুক্রবার ১১ টা নাগাদ শিবরামপুর গ্রামের থেকে এক কিলোমিটার দূরে চক ঘটক গ্রামের একটি পুকুর থেকে তাঁর পচাগলা দেহ ভাসতে দেখা যায়। ওই জলাশয়ের পাশেই রয়েছে সরকারি জল প্রকল্প। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
ওই যুবতীর এক আত্মীয় জানিয়েছেন, বুধবার রাতে মা ও ভাইয়ের সঙ্গে যুবতী বাড়িতে ঘুমিয়েছিলেন। কখন তিনি বাড়িতে বেরিয়েছিলেন কেউ টের পাননি। পরের দিন সকারে ঘুম থেকে উঠে মেয়েকে খুঁজে পাননি যুবতীর মা। পরে তাঁরা বালুরঘাট থানার দ্বারস্থ হন। দুদিন ধরে খুঁজে বেরিয়েছেন। পরে শুক্রবার চক ঘটক এলাকার একটি পুকুর থেকে যুবতির দেহ উদ্ধার হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ পুলিশ বাহিনী। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে বলে জানান।